আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
নির্বাচন কমিশন ঘোষিত তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল অনুযায়ী আলীকদম উপজেলার চার ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দলটির কোনো প্রার্থী না থাকলেও শাসকদল আওয়ামী লীগের মধ্যে রয়েছে ১৯ প্রার্থী। তারা সকলেই দলীয় মনোনয়ন পেতে চান বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংড়িমং মারমা।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি মংব্রাচি মারমা বলেন, এখনো পর্যন্ত দলীয় মনোনয়ন চূড়ান্ত হয়নি। তবে বর্তমানের চার ইউপি চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশীদের মাঝে এগিয়ে আছে।
অপরদিকে, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভূট্টো বলেন বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত মতে স্থানীয় কোনো নির্বাচনে তারা যাচ্ছেন না। তবে দলের মতামতের বাইরে বিএনপি সমর্থিত কোনো প্রার্থী থাকার সম্ভাবনাও আপাতত নেই।
নির্বাচন কমিশন তৃতীয় দফায় যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে তাতে আলীকদম উপজেলা চারটি ইউনিয়ন যথাক্রমে ১ নম্বর আলীকদম, ২ নম্বর চৈক্ষ্যং, ৩ নম্বর নয়াপাড়া ও ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে আগামী ২৮ নভেম্বর।
বর্তমানে এ চারটি ইউনিয়নের চেয়ারম্যান শাসক আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা। তফসিল ঘোষণার পর তারা পুনরায় দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন।
এ ছাড়াও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের মধ্যে সদর ইউনিয়নে মোহাম্মদ নাছির উদ্দিন, আনোয়ার জিহাদ চৌধুরী, শুভ রঞ্জন বড়ুয়া, শফিউল আলম, এনামুল হক, নয়াপাড়া ইউনিয়ন থেকে ফোগ্য মারমা, কফিল উদ্দিন, রেংকুর মুরুং, চৈক্ষ্যং ইউনিয়ন থেকে ফেরদৌস রহমান মিজবাহ উদ্দিন, হেফাজতুর রহমান, শফিউল আলম, কুরুকপাতা ইউনিয়ন থেকে ক্রাতপুং ম্রো, কামপুং ম্রো, খামলাই ম্রো, ওরওয়াই ম্রো, ও মংচিংথোয়াই মারমা প্রমুখ দলীয় মনোনয়ন পেতে চেষ্টা করে যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গত মঙ্গলবার (১৯ অক্টোবর) থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। আগামী ২৮ নভেম্বর তৃতীয় আলীকদম উপজেলার ৪টি ইউনিয়নে নির্বাচন হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ নভেম্বর। ৪ নভেম্বর হবে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর।
সাধারণ ভোটারদের পাশাপাশি প্রার্থীদেরও প্রত্যাশা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেই জয় হবে সহজ। তাই মরিয়া হয়ে প্রার্থীরাও ছুটছেন দলীয় হাই কমান্ডের মন জয় করতে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংড়িমং মারমা বলেন, দলীয় মনোনয়ন পেতে চার ইউনিয়ন থেকে ১৯ জন প্রার্থীর তালিকা তারা দলীয় হাইকমান্ডের কাছে পাঠিয়েছেন। যাচাই-বাছাই শেষে দল প্রার্থীদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
নির্বাচন কমিশন ঘোষিত তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল অনুযায়ী আলীকদম উপজেলার চার ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দলটির কোনো প্রার্থী না থাকলেও শাসকদল আওয়ামী লীগের মধ্যে রয়েছে ১৯ প্রার্থী। তারা সকলেই দলীয় মনোনয়ন পেতে চান বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংড়িমং মারমা।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি মংব্রাচি মারমা বলেন, এখনো পর্যন্ত দলীয় মনোনয়ন চূড়ান্ত হয়নি। তবে বর্তমানের চার ইউপি চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশীদের মাঝে এগিয়ে আছে।
অপরদিকে, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভূট্টো বলেন বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত মতে স্থানীয় কোনো নির্বাচনে তারা যাচ্ছেন না। তবে দলের মতামতের বাইরে বিএনপি সমর্থিত কোনো প্রার্থী থাকার সম্ভাবনাও আপাতত নেই।
নির্বাচন কমিশন তৃতীয় দফায় যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে তাতে আলীকদম উপজেলা চারটি ইউনিয়ন যথাক্রমে ১ নম্বর আলীকদম, ২ নম্বর চৈক্ষ্যং, ৩ নম্বর নয়াপাড়া ও ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে আগামী ২৮ নভেম্বর।
বর্তমানে এ চারটি ইউনিয়নের চেয়ারম্যান শাসক আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা। তফসিল ঘোষণার পর তারা পুনরায় দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন।
এ ছাড়াও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের মধ্যে সদর ইউনিয়নে মোহাম্মদ নাছির উদ্দিন, আনোয়ার জিহাদ চৌধুরী, শুভ রঞ্জন বড়ুয়া, শফিউল আলম, এনামুল হক, নয়াপাড়া ইউনিয়ন থেকে ফোগ্য মারমা, কফিল উদ্দিন, রেংকুর মুরুং, চৈক্ষ্যং ইউনিয়ন থেকে ফেরদৌস রহমান মিজবাহ উদ্দিন, হেফাজতুর রহমান, শফিউল আলম, কুরুকপাতা ইউনিয়ন থেকে ক্রাতপুং ম্রো, কামপুং ম্রো, খামলাই ম্রো, ওরওয়াই ম্রো, ও মংচিংথোয়াই মারমা প্রমুখ দলীয় মনোনয়ন পেতে চেষ্টা করে যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গত মঙ্গলবার (১৯ অক্টোবর) থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। আগামী ২৮ নভেম্বর তৃতীয় আলীকদম উপজেলার ৪টি ইউনিয়নে নির্বাচন হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ নভেম্বর। ৪ নভেম্বর হবে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর।
সাধারণ ভোটারদের পাশাপাশি প্রার্থীদেরও প্রত্যাশা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেই জয় হবে সহজ। তাই মরিয়া হয়ে প্রার্থীরাও ছুটছেন দলীয় হাই কমান্ডের মন জয় করতে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংড়িমং মারমা বলেন, দলীয় মনোনয়ন পেতে চার ইউনিয়ন থেকে ১৯ জন প্রার্থীর তালিকা তারা দলীয় হাইকমান্ডের কাছে পাঠিয়েছেন। যাচাই-বাছাই শেষে দল প্রার্থীদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
রাজশাহীর পুঠিয়ায় খাস পুকুর ও দিঘি ইজারার দরপত্র জমা দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। এ সময় দলীয় কার্যালয় ও তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ হলে পরে সেনাবাহিনী গিয়ে তা স্বাভাবিক করে।
২ মিনিট আগেকুড়িগ্রামের রৌমারী সীমান্তে টহলের সময় বজ্রপাতে বিজিবির এক সদস্য নিহত হয়েছেন। এ সময় টহল দলে বিজিবি ও আনসারের অন্তত পাঁচ সদস্য আহত হন। নিহত রিয়াদ হোসেন (৩২) জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিওপির সিপাহি ছিলেন। তিনি নেত্রকোনার আটাপাড়া উপজেলার দিয়ারা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল লতিফের
৩৬ মিনিট আগেঢাকা থেকে খুলনায় আনা দেশি-বিদেশি মদের একটি চালান জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি প্রাইভেট কারসহ দুজন গ্রেপ্তার হয়েছেন। গাড়িটির মালিক একজন সাবেক সচিব। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে রূপসা সেতুর টোল প্লাজায় চালানটি জব্দ করে।
৩৮ মিনিট আগেফেসবুক পোস্টে ফয়েজ আহমদ লিখেছেন, “’৭১ প্রশ্নটি আপসযোগ্য নয়—এমন সৎ উচ্চারণের কারণে মাহফুজ আলমের ওপরে বর্বর ভাষায় আক্রমণ হয়েছে। তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। প্রতীকী পশু বলি দেওয়া হয়েছে। এমন জঘন্য কাজের পরে আজ তাঁর ওপর টার্গেটেড হামলা হয়েছে। সরাসরি মাথায় এ রকম হামলা ব্যক্তির মৃত্যুর কারণ ঘটাতে পারে
১ ঘণ্টা আগে