Ajker Patrika

ঘূর্ণিঝড় ইয়াস: সমুদ্র উপকূলীয় এলাকায় ত্রাণ নিয়ে নৌবাহিনী

নিজস্ব প্রতিবেদক
ঘূর্ণিঝড় ইয়াস: সমুদ্র উপকূলীয় এলাকায় ত্রাণ নিয়ে নৌবাহিনী

চট্টগ্রাম: ঘূর্ণিঝড় ‘ইয়াসে’ ক্ষতিগ্রস্ত সমুদ্র উপকূলীয় এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী। 
 
বৃহস্পতিবার থেকে নৌবাহিনীর এ কার্যক্রম শুরু হয়। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। 

এরই মধ্যে নৌবাহিনীর জাহাজ অদম্যের মাধ্যমে নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিড়া ঘাঁট ও ভোলার মনপুরায় ৬০০ পরিবারের মাঝে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করেন কর্মকর্তারা। অন্যদিকে অপরাজেয় জাহাজ এর মাধ্যমে কক্সবাজার জেলার পেকুয়ায় বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় ৪০০ পরিবারকে খাদ্য ও চিকিৎসা সেবা দেওয়া হয়। 

এ ছাড়া খুলনা নৌ অঞ্চল হতে দাকোপ উপজেলার বানিয়াশান্তা ইউনিয়নের পূর্ব ডাংমারী ও রিখামারী এলাকার ৩০০ পরিবার এবং মোংলা ফ্লোটিলা ওয়েস্ট এর তত্ত্বাবধানে রামপাল উপজেলার হুরকা ইউনিয়নে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। 

নৌবাহিনী ঘাঁটি শের-ই-বাংলা থেকে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লালুয়া, ছনখোলা, বানাতিপাড়া, চরপাড়া এলাকার ১০০০ পরিবারের মাঝে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। 

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত