Ajker Patrika

সাটুরিয়ায় নদী ভাঙনে ঝুঁকিতে শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাট

প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)
সাটুরিয়ায় নদী ভাঙনে ঝুঁকিতে শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাট

মানিকগঞ্জের সাটুরিয়ার গাজী খালি নদী ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে। নদীতে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে হরগজ পূর্ব নগর এলাকায় এই ভাঙন শুরু হলে গত কয়েক দিনে এর তীব্রতা বেড়েছে। ভাঙনে অনেকে বসতভিটা হারিয়েছেন। ভেঙে গেছে গ্রামের প্রধান সড়ক। ঝুঁকিতে রয়েছে হরগজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, খেলার মাঠ, বিদ্যালয়সংলগ্ন এলাকার রাস্তা ও বসতবাড়ি। ভাঙনের তীব্রতা বাড়ায় নদীপাড়ের মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন। 

স্থানীয়রা জানান, নদী ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা না নেওয়া হলে কিছুদিনের মধ্যে নদীতে বিলীন হয়ে যাবে ওই স্কুলসহ শতাধিক বাড়িঘর, খেলার মাঠ ও রাস্তাঘাট। 

সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, আলম হোসেনের স্ত্রী সাবজান (৪০) ভারাক্রান্ত মনে নদীর পারে মাটিতে বসে আছেন। এভাবে মাটিতে বসে থাকার কালন জানতে চাইলে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ভাই এই রাক্ষসী নদী আমাদের বাড়ি ঘর সব কেড়ে নিয়ে পথের ভিখারি বানিয়েছে। ভিটেমাটি সব শেষ। এখন পরিবার নিয়ে কোথায় থাকব জানি না। 

হরগজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল হক মোল্লা বলেন, ‘আমাদের বিদ্যালয়টি নদী ভাঙনের ঝুঁকিতে রয়েছে। এখনই ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা না নেওয়া হলে কিছুদিনের মধ্যেই নদীতে বিলীন হয়ে যাবে আমার স্কুলসহ খেলার মাঠ, রাস্তাঘাট ও বসতি।’ 

স্থানীয় গ্রামবাসী হাকীম, বারেক ও ইনু বলেন, হরগজ পূবনগর গ্রামের অর্ধশতাধিক বসত ভিটাসহ আমাদের প্রাইমারি স্কুল ভাঙনের কবলে রয়েছে। ইতি মধ্যে ইউনিয়ন, বাজার ও স্কুলের সঙ্গে যোগাযোগের সড়কটি ভেঙে গেছে। এই বিষয়ে স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খানকে জানানো হয়েছে। এখনই নদী ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জোর দাবি জানান তারা। 

হরগজ ইউনিয়নের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান জ্যোতি বলেন আমি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খাবার সহায়তা দিয়েছি। ঘটনাটি সাটুরিয়া ইউএনওকেও জানানো হয়েছে বলে জানান তিনি। 

এ বিষয়ে ইউএনও আশরাফুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে নদী ভাঙন রোধে মানিকগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডে বিস্তারিত জানানো হবে। বরাদ্দ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত