Ajker Patrika

টেকনাফে সাগরপথে অনুপ্রবেশকারী নারীসহ ৫ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
টেকনাফে সাগরপথে অনুপ্রবেশকারী নারীসহ ৫ রোহিঙ্গা আটক

মিয়ানমার থেকে ট্রলারযোগে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে দুই নারীসহ পাঁচ রোহিঙ্গা কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশ করেছেন। আজ বুধবার বেলা ৩টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া সমুদ্র উপকূলে পৌঁছার পর তাঁদের আটক করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) গ্রামপুলিশের সদস্যরা।

স্থানীয় বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন এ তথ্য জানিয়েছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, স্থানীয় জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে নোয়াখালীপাড়ার ঘাট থেকে অনুপ্রবেশকারী ওই পাঁচ রোহিঙ্গাকে আটক করা হয়। বিষয়টি ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান আরও বলেন, অনুপ্রবেশকারী রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইনের আলিপাড়ার বাসিন্দা। তাঁরা গতকাল রাত ৩টার দিকে ট্রলারে ওঠেন। ঘাটে পৌঁছার পর ট্রলার রেখে দালালেরা পালিয়ে যায়।

আটক রোহিঙ্গারা হলেন, এনামুল হাছান, মোশাররফ, ওমমুল কাইর, মোফাশ্বর ও শাহনাজ।

এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি তাঁকে জানিয়েছেন। আটক রোহিঙ্গারা বিজিবি হেফাজতে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে ট্রলারটি জব্দ করা হয়েছে।

রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তাকারী ট্রলার মালিক, চালকসহ দালালদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইউএনও। তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে সীমান্ত দিয়ে কোনো প্রকার অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। এ ব্যাপারে সীমান্ত সতর্কতার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঁচ রোহিঙ্গা অনুপ্রবেশকালে আটকের বিষয়ে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ছমি উদ্দিন বলেন, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত