Ajker Patrika

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে মা পেলেন জিপিএ ৪.৫৪ ও মেয়ে ২.৬৭

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২৪, ০৯: ৫৪
Thumbnail image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মা ও মেয়ে একসঙ্গে এসএসসি পাস করেছেন। তারা উভয়েই উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় ওয়াজউদ্দিন উচ্চবিদ্যালয় থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। নুরুন্নাহার বেগম উপজেলার ১ নম্বর চাতলপাড় ইউনিয়ন পরিষদের ১,২, ৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য। 

নুরুন্নাহার বেগম (৪৪) দুই সন্তানের জননী। তিনি উপজেলার চাতলপাড় ইউনিয়ন পরিষদের দুইবারের সংরক্ষিত মহিলা সদস্য। তবে নুরুন্নাহার এখন এলাকায় আলোচনায় এসএসসি পরীক্ষায় (কারিগরি শাখা) থেকে ৪.৫৪ জিপিএ পেয়ে উত্তীর্ণ হওয়ায়। নুরুন্নাহারের মেয়ে নাসরিন বেগমও এবার মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় ২.৬৭ জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছে। 

নিজের সাফল্যের বিষয়ে ইউপি সদস্য নুরুন্নাহার বেগম বলেন, ‘আমার ইচ্ছা ছিল লেখাপড়া করব। আমি দেখেছি একজন মানুষের বিশেষ করে একজন নারীর লেখাপড়ার খুব প্রয়োজন। এবার আমি আর আমার মেয়ে উভয়ই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।’ 

নুরুন্নাহার বেগম উপজেলার ১ নম্বর চাতলপাড় ইউনিয়ন পরিষদের ১,২, ৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যতিনি আরও বলেন, ‘একজন নারী সংরক্ষিত সদস্য হিসেবে আমার অনেক দায়িত্ব রয়েছে। লেখাপড়া ছাড়া সে দায়িত্ব পালন করাও কঠিন।’ 

মায়ের এমন অর্জনে মেয়ে নাসরিন বেগম বলেন, ‘আমার মায়ের সাফল্যে আমি অনেক খুশি। মা আমার থেকেও জিপিএ বেশি পেয়েছে। এটা অনেকের জন্য অনুপ্রেরণার বিষয়।’ 

চাতলপাড় ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ওমর আলী বলেন, ‘একজন মানুষের কতটুকু আগ্রহ থাকলে এ বয়সে মেয়ের সঙ্গে পড়াশোনা করে। নুরুন্নাহার ঘরে-বাইরে সব জায়গায় সমান তালে অবদান রেখে যাচ্ছে। আমাদের সমাজের জন্য নুরুন্নাহার বেগম অনন্য দৃষ্টান্ত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত