কক্সবাজার প্রতিনিধি
দীর্ঘ সাত বছর পর কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে আজ মঙ্গলবার। বেলা সাড়ে ১১টার দিকে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোশারফ হোসেন।
সকাল ৮টা থেকে জেলার ১১টি সাংগঠনিক উপজেলার নেতা-কর্মীরা মিছিল নিয়ে সম্মেলনে যোগ দিচ্ছেন। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর মধ্যে সম্মেলনে আরও উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় নেতারা।
এদিকে কাউন্সিল অধিবেশনে ভোটাভুটিতে নতুন নেতৃত্ব বাছাই হবে, নাকি কেন্দ্র থেকে ঘোষণা করা হবে—এ নিয়ে দলে চলছে ব্যাপক আলোচনা। অধিকাংশ নেতাই মনে করেন কেন্দ্রের ওপরই নির্ভর করছে কে দলের দায়িত্বে আসছেন।
গত বুধবার প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা কক্সবাজার সফর করেন। ওই দিন জেলা আওয়ামী লীগ আয়োজিত শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জনসভায় প্রধানমন্ত্রী বক্তব্য দেন। এই মঞ্চেই সম্মেলনের উদ্বোধনী পর্ব চলছে।
এবারের সম্মেলনে জেলার ১১টি সাংগঠনিক উপজেলা থেকে কাউন্সিলর করা হয়েছে ৩৫১ জনকে।
২০১৬ সালের ২৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন হয়। এই সম্মেলনে কাউন্সিল অধিবেশন ছাড়াই কেন্দ্র থেকে সিরাজুল মোস্তফাকে সভাপতি ও মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।
এরপর ২০২০ সালের ২৫ নভেম্বর সিরাজুল মোস্তফাকে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক করা হলে সভাপতির দায়িত্ব পান সহসভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী।
এবারের সম্মেলনে সভাপতি পদপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম।
সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সহসভাপতি রেজাউল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক রনজিত দাশ, সাংগঠনিক সম্পাদক মাশেদুল হক, খোরশেদ আলম ও কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী।
দীর্ঘ সাত বছর পর কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে আজ মঙ্গলবার। বেলা সাড়ে ১১টার দিকে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোশারফ হোসেন।
সকাল ৮টা থেকে জেলার ১১টি সাংগঠনিক উপজেলার নেতা-কর্মীরা মিছিল নিয়ে সম্মেলনে যোগ দিচ্ছেন। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর মধ্যে সম্মেলনে আরও উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় নেতারা।
এদিকে কাউন্সিল অধিবেশনে ভোটাভুটিতে নতুন নেতৃত্ব বাছাই হবে, নাকি কেন্দ্র থেকে ঘোষণা করা হবে—এ নিয়ে দলে চলছে ব্যাপক আলোচনা। অধিকাংশ নেতাই মনে করেন কেন্দ্রের ওপরই নির্ভর করছে কে দলের দায়িত্বে আসছেন।
গত বুধবার প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা কক্সবাজার সফর করেন। ওই দিন জেলা আওয়ামী লীগ আয়োজিত শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জনসভায় প্রধানমন্ত্রী বক্তব্য দেন। এই মঞ্চেই সম্মেলনের উদ্বোধনী পর্ব চলছে।
এবারের সম্মেলনে জেলার ১১টি সাংগঠনিক উপজেলা থেকে কাউন্সিলর করা হয়েছে ৩৫১ জনকে।
২০১৬ সালের ২৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন হয়। এই সম্মেলনে কাউন্সিল অধিবেশন ছাড়াই কেন্দ্র থেকে সিরাজুল মোস্তফাকে সভাপতি ও মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।
এরপর ২০২০ সালের ২৫ নভেম্বর সিরাজুল মোস্তফাকে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক করা হলে সভাপতির দায়িত্ব পান সহসভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী।
এবারের সম্মেলনে সভাপতি পদপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম।
সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সহসভাপতি রেজাউল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক রনজিত দাশ, সাংগঠনিক সম্পাদক মাশেদুল হক, খোরশেদ আলম ও কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী।
খুলনার রূপসায় সাত সহযোগীসহ জুনায়েদ বাহিনীর প্রধানকে অস্ত্রশস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের জুনায়েদের ডক ও জুনায়েদের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৬ মিনিট আগেবান্দরবানের লামায় বন্যা হাতির আক্রমণে নার্সারিতে কাজ করা এক নারী শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা কুমারী চাককাটাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম জান্নাতারা বেগম (৩৭)।
১১ মিনিট আগেলালমনিরহাটের বুড়িমারী রেলস্টেশন থেকে সরাসরি আন্তনগর ‘বুড়িমারী এক্সপ্রেস ট্রেন’ চালুর দাবিতে পাটগ্রাম উপজেলায় চতুর্থ দিনের মতো রেলপথ অবরোধ চলছে। আগাম ঘোষণা দিয়ে পাটগ্রাম সংগ্রাম উন্নয়ন পরিষদের ব্যানারে ২১ এপ্রিল সকাল ৬টা থেকে লাগাতার এই অবরোধ চলছে। এতে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে চারটি ট্রেনের চলাচল
১৮ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, সভারের রানা প্লাজা দুর্ঘটনার পর আন্তর্জাতিক সংস্থাগুলো উদ্ধারকাজে সহায়তা করতে চেয়েছিল, কিন্তু শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার তাতে বাধা দেয়। আজ বৃহস্পতিবার সাভারে দুর্ঘটনাস্থলে রানা প্লাজা দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে আখতার হোসেন এ মন্তব্য করেন
২৬ মিনিট আগে