Ajker Patrika

সমুদ্রে গোসলে নেমে পর্যটক নিখোঁজ 

কক্সবাজার প্রতিনিধি
Thumbnail image

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। আজ সোমবার দুপুরে শহরের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি ডিভাইন রিসোর্ট সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটেছে।

নিখোঁজ পর্যটকের নাম মো. রাহাদ (১৮)। তিনি ঢাকার কামরাঙ্গীরচর থানার আলহেরা কমিউনিটি সেন্টার এলাকার আলী আকবরের ছেলে।

টুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিখোঁজ পর্যটকের স্বজনদের বরাতে মনজুর মোরশেদ বলেন, আজ সোমবার সকালে খালা-খালুর পরিবারের সদস্যদের সঙ্গে মো. রাহাদও কক্সবাজার বেড়াতে আসেন। তারা হোটেলে ওঠার পর সৈকতে ঘুরতে বের হন। ঘোরাঘুরির একপর্যায়ে খালাতো ভাই-বোনদের সঙ্গে ডিভাইন রিসোর্ট সংলগ্ন সৈকতে গোসলে নামেন। 

এতে স্রোতের টানে তারা চারজন ভেসে যেতে থাকেন। এ সময় সেখানে উপস্থিত লোকজন তিনজনকে উদ্ধার করতে সক্ষম হলেও রাহাদ সাগরে ভেসে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক লাইফ গার্ড ও বিচকর্মিরা ঘটনাস্থলে উদ্ধারে নামলেও রাহাদের সন্ধান পাননি। 

টুরিস্ট পুলিশের এই কর্মকর্তা জানান, নিখোঁজ পর্যটকের সন্ধানে বিচকর্মী ও লাইফগার্ড কর্মীদের পাশাপাশি টুরিস্ট পুলিশের সদস্যরা সৈকতের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।

সি সেইফ লাইফ গার্ডের সুপার ভাইজার সাইফুল্লাহ সিফাত বলেন, সকাল থেকে সাগর উত্তাল রয়েছে। বাতাসের চাপও আছে। এ কারণে সৈকতের বিভিন্ন পয়েন্টে বিপৎসংকেত দিয়ে লাল পতাকা উঁচিয়ে দেওয়া হয়েছে। বিচ কর্মী ও লাইফগার্ড কর্মীরা ঝুঁকির কথা বলে পর্যটকদের সতর্ক করছে। তারপরও অনেক পর্যটক নির্দেশনা না মেনে উত্তাল সাগরে গোসলে নেমে বিপদের সম্মুখীন হচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত