Ajker Patrika

মতলবে নদীতে গোসলে নেমে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
Thumbnail image

চাঁদপুরের মতলবে ধনাগোদা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার আড়াই ঘণ্টা পর রাকিব নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার পৌরসভার চরমুকুন্দি এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত শিশুটি উপজেলার চরমুকুন্দি দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার মো. দুলাল মিয়ার পুত্র। 

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে বাড়ির লোকজনের সঙ্গে রাকিব (৭) নদীতে গোসল করতে নামে। সাঁতার জানত না সে। একপর্যায়ে তাকে না দেখে সবাই খোঁজাখুঁজি করে। পরে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে খোঁজাখুঁজি করে আড়াই ঘণ্টা পর রাকিবের লাশ উদ্ধার করে। 

তারা আরও জানান, তার বাবা ঢাকার শনির আখড়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করেন। মাতা রিংকি বেগমসহ ওই এলাকায় ভাড়া বাসায় থাকেন। সে ফুপার বাড়ি থেকে মাদ্রাসায় পড়াশোনা করত। 

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আসাদুজ্জামান নূর আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা প্রায় আড়াইটার দিকে উদ্ধার কাজ শুরু করি। ১৫ মিনিটের মধ্যেই নিচে বালির গর্তে আটকা পড়া অবস্থা থেকে শিশুটির লাশ উদ্ধার করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত