Ajker Patrika

হাতিয়ায় চলছে কৃষি প্রযুক্তি মেলা

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৮ জুন ২০২২, ১৮: ২৩
হাতিয়ায় চলছে কৃষি প্রযুক্তি মেলা

নোয়াখালীর হাতিয়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মোর্শেদ।

উপজেলা কৃষি অধিদপ্তর এই মেলার আয়োজন করেছে। মেলায় বিভিন্ন প্রজাতির ফলের গাছ, কৃষির আধুনিক যন্ত্রপাতি, বিভিন্ন বীজ ও সারের ১০টি স্টল বসানো হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকছে এই মেলা। মেলা চলবে ৩০ জুন পর্যন্ত।

উদ্বোধন উপলক্ষে সকালে একটি শোভাযাত্রা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলার সামনে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্লাহ, কৃষি কর্মকর্তা আবদুল বাছেদ সবুজ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জসিম উদ্দিন প্রমুখ। মেলা উপলক্ষে উপজেলা পরিষদের সামনে বিশাল প্যান্ডেল তৈরি করা হয়। প্যান্ডেলের সামনে বর্ণিল তোরণ তৈরি করে লাগানো হয় রঙিন ব্যানার-ফেস্টুন। এতে হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্য নিয়ে এসে মেলায় অংশ নেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত