রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) সমন্বয়ে গঠিত প্রকৌশল গুচ্ছের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ/লেভেল-১ এর সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ৩রা মার্চ (রোববার) একযোগে স্ব-স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
সে লক্ষ্যে আগামী ২৪ জানুয়ারি (বুধবার) সকাল ৯টা থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে। অনলাইনে আবেদন করার শেষ সময় আগামী ৭ ফেব্রুয়ারি (বুধবার) বিকেল ৫টা পর্যন্ত। অনলাইনে আবেদনের লিংক: https://admissionckruet.ac.bd/
এ ছাড়া ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করার পদ্ধতি যোগ্যতাসহ অন্যান্য শর্তাবলি ওয়েবসাইট থেকে জানা যাবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের তালিকা আগামী ১৮ ফেব্রুয়ারি (রোববার) প্রকাশ করা হবে।
গতকাল সোমবার কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও চুয়েটের পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল এবং সদস্যসচিব অধ্যাপক ড. মো. মহিউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির জন্য চুয়েটে ১২টি বিভাগে সংরক্ষিত ১১ টিসহ মোট ৯৩১টি আসন, কুয়েটে ১৬টি বিভাগে সংরক্ষিত পাঁচটিসহ মোট ১ হাজার ৬৫টি আসন এবং রুয়েটে ১৪টি বিভাগে সংরক্ষিত পাঁচটিসহ মোট ১ হাজার ২৩৫টি সবমিলিয়ে সর্বমোট ৩ হাজার ২৩১টি আসন রয়েছে।
ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ নিয়ে ‘ক’ গ্রুপ এবং ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ নিয়ে ‘খ’ গ্রুপ গঠিত।
এবারের ভর্তি পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের ওপর এমসিকিউ (MCQ) পদ্ধতিতে ‘ক’ গ্রুপের জন্য ৫০০ নম্বরের এবং ‘খ’ গ্রুপের জন্য ৫০০ নম্বরের এমসিকিউ (MCQ) এর পাশাপাশি অতিরিক্ত মুক্তহস্ত অঙ্কনের ২০০ নম্বরসহ মোট ৭০০ নম্বরের পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ১৮ মার্চ রাতে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উল্লেখ্য, এবারের প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষার নেতৃত্ব দিচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) সমন্বয়ে গঠিত প্রকৌশল গুচ্ছের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ/লেভেল-১ এর সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ৩রা মার্চ (রোববার) একযোগে স্ব-স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
সে লক্ষ্যে আগামী ২৪ জানুয়ারি (বুধবার) সকাল ৯টা থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে। অনলাইনে আবেদন করার শেষ সময় আগামী ৭ ফেব্রুয়ারি (বুধবার) বিকেল ৫টা পর্যন্ত। অনলাইনে আবেদনের লিংক: https://admissionckruet.ac.bd/
এ ছাড়া ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করার পদ্ধতি যোগ্যতাসহ অন্যান্য শর্তাবলি ওয়েবসাইট থেকে জানা যাবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের তালিকা আগামী ১৮ ফেব্রুয়ারি (রোববার) প্রকাশ করা হবে।
গতকাল সোমবার কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও চুয়েটের পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল এবং সদস্যসচিব অধ্যাপক ড. মো. মহিউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির জন্য চুয়েটে ১২টি বিভাগে সংরক্ষিত ১১ টিসহ মোট ৯৩১টি আসন, কুয়েটে ১৬টি বিভাগে সংরক্ষিত পাঁচটিসহ মোট ১ হাজার ৬৫টি আসন এবং রুয়েটে ১৪টি বিভাগে সংরক্ষিত পাঁচটিসহ মোট ১ হাজার ২৩৫টি সবমিলিয়ে সর্বমোট ৩ হাজার ২৩১টি আসন রয়েছে।
ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ নিয়ে ‘ক’ গ্রুপ এবং ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ নিয়ে ‘খ’ গ্রুপ গঠিত।
এবারের ভর্তি পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের ওপর এমসিকিউ (MCQ) পদ্ধতিতে ‘ক’ গ্রুপের জন্য ৫০০ নম্বরের এবং ‘খ’ গ্রুপের জন্য ৫০০ নম্বরের এমসিকিউ (MCQ) এর পাশাপাশি অতিরিক্ত মুক্তহস্ত অঙ্কনের ২০০ নম্বরসহ মোট ৭০০ নম্বরের পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ১৮ মার্চ রাতে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উল্লেখ্য, এবারের প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষার নেতৃত্ব দিচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর। আজ শুক্রবার বিকেলে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে ‘গণ-অভ্যুত্থানের জন-আকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কার’ শীর্ষক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
১৪ মিনিট আগেকুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ময়নাল হক (৩৫) নামে আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ উঠেছে, বাঁশ ও কাপড় দিয়ে বানানো নৌকা রাস্তার মোড়ে টাঙিয়েছেন তিনি।গ্রেপ্তার ময়নাল উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ারপাড় এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে কুড়ারপাড়...
২২ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার এক দিন পর যোগদান করেছেন বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক (অব.) ড. মো. মাকসুদ হেলালী। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তিনি যোগদান করেন।
৩৪ মিনিট আগেকুড়িগ্রামের রৌমারীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় দুই নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
৩৫ মিনিট আগে