খাগড়াছড়ি প্রতিনিধি
জিয়াউর রহমান পাহাড়ে বাঙালিদের মধ্যে সম্প্রীতি নষ্ট করেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। আজ শনিবার দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে আয়োজিত কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালির কনফ্লিক্ট সৃষ্টি করেছে জিয়াউর রহমান। পাকিস্তান আমল থেকে পাহাড়ি-বাঙালিদের মধ্যে কোনো ধরনের বিদ্বেষ ছিল না। তাদের মধ্যে সম্প্রীতির অভাব ছিল না। জিয়াউর রহমান সেই সম্প্রীতি নষ্ট করেছে, ধ্বংস করেছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তি চুক্তি, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সৃষ্টিসহ বিভিন্ন উদ্যোগে মাধ্যমে সেই সম্প্রীতির বন্ধন আবার স্থাপন করেছেন, উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ এ দেশের গণমানুষের দল। আওয়ামী লীগের ভিত অনেক গভীরে। আওয়ামী লীগকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না।’
কৃষি ক্ষেত্রে বাংলাদেশের সব অর্জনে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব বিশ্বব্যাপী প্রশংসিত। প্রধানমন্ত্রী কৃষিকে ৮০ শতাংশ যান্ত্রিকীকরণ করেছেন বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
এর আগে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী এবং যুগ্ম সম্পাদক ও মংসুইপ্রু চৌধুরী অপু পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।
খাগড়াছড়ি জেলা কৃষক লীগের আহ্বায়ক পিন্টু ভট্টাচার্যের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভারত প্রত্যাগত শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংসদ সদস্য বাসন্তী চাকমা, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আকবর আলী চৌধুরী প্রমুখ।
সম্মেলনে পিন্টু ভট্টাচার্যকে সভাপতি ও খোকন চাকমাকে সাধারণ সম্পাদক করে কৃষক লীগের জেলা কমিটি ঘোষণা করা হয়।
জিয়াউর রহমান পাহাড়ে বাঙালিদের মধ্যে সম্প্রীতি নষ্ট করেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। আজ শনিবার দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে আয়োজিত কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালির কনফ্লিক্ট সৃষ্টি করেছে জিয়াউর রহমান। পাকিস্তান আমল থেকে পাহাড়ি-বাঙালিদের মধ্যে কোনো ধরনের বিদ্বেষ ছিল না। তাদের মধ্যে সম্প্রীতির অভাব ছিল না। জিয়াউর রহমান সেই সম্প্রীতি নষ্ট করেছে, ধ্বংস করেছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তি চুক্তি, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সৃষ্টিসহ বিভিন্ন উদ্যোগে মাধ্যমে সেই সম্প্রীতির বন্ধন আবার স্থাপন করেছেন, উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ এ দেশের গণমানুষের দল। আওয়ামী লীগের ভিত অনেক গভীরে। আওয়ামী লীগকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না।’
কৃষি ক্ষেত্রে বাংলাদেশের সব অর্জনে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব বিশ্বব্যাপী প্রশংসিত। প্রধানমন্ত্রী কৃষিকে ৮০ শতাংশ যান্ত্রিকীকরণ করেছেন বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
এর আগে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী এবং যুগ্ম সম্পাদক ও মংসুইপ্রু চৌধুরী অপু পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।
খাগড়াছড়ি জেলা কৃষক লীগের আহ্বায়ক পিন্টু ভট্টাচার্যের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভারত প্রত্যাগত শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংসদ সদস্য বাসন্তী চাকমা, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আকবর আলী চৌধুরী প্রমুখ।
সম্মেলনে পিন্টু ভট্টাচার্যকে সভাপতি ও খোকন চাকমাকে সাধারণ সম্পাদক করে কৃষক লীগের জেলা কমিটি ঘোষণা করা হয়।
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৭ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৮ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৯ ঘণ্টা আগে