Ajker Patrika

সীতাকুণ্ডে ভাড়া বাড়ির রান্না ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
সীতাকুণ্ডে ভাড়া বাড়ির রান্না ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার 

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাড়া বাসার রান্নাঘর থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবক আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা পুলিশের। 

আজ শুক্রবার সকাল পৌনে পাঁচটার উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকার চৌধুরী কলোনির ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত যুবক মো. তানজিরুল ইসলাম তামিম (২৬)। তিনি সন্দ্বীপ থানার মাইটভাঙা ইউনিয়নের পলিশ্যার বাজার এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে। তামিম গাড়ি চালকের সহকারী হিসেবে কাজ করতেন। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, রাতে ভাত খাওয়ার সময় তুচ্ছ বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে কথা–কাটাকাটি হয় তামিমের। কথা-কাটাকাটির ঘণ্টা দু-এক পর তামিম স্ত্রীর ওপর অভিমান করে নিজ কক্ষ থেকে বেরিয়ে রান্না ঘরে ঢোকেন। পরে ভেতর থেকে রান্নাঘরের দরজা বন্ধ করে দেন। এ সময় তাঁর স্ত্রী দরজা খুলতে একাধিকবার চেষ্টা করে ব্যর্থ হন। পরে বিষয়টি আশপাশের লোকজনকে জানালে তাঁরা ছুটে আসেন এবং একপর্যায়ে রান্না ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা রান্নাঘরে বিমের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তামিমের মরদেহ দেখতে পান। 

এ ঘটনায় সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত যুবকের মরদেহটি উদ্ধার করেছে। পরে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।’ 

পরিদর্শক আবু সাঈদ আরও বলেন, ‘নিহত যুবক গত ৬ মাস আগে ভালোবেসে গাইবান্ধা জেলার এক তরুণীকে বিয়ে করেন। পারিবারিক কলহের জেরে যুবকটি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত