Ajker Patrika

টিকার পূর্ণ ডোজের নিশ্চয়তা চেয়ে চট্টগ্রামে প্রবাসীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
টিকার পূর্ণ ডোজের নিশ্চয়তা চেয়ে চট্টগ্রামে প্রবাসীদের বিক্ষোভ

চট্টগ্রাম: টিকার দ্বিতীয় ডোজ পাওয়ার নিশ্চিয়তা দাবি এবং হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন প্রবাসীরা। আজ মঙ্গলবার সকাল ১১টায় আগ্রাবাদে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সামনে শুরু হওয়া এ বিক্ষোভে হাজারের বেশি প্রবাসী অংশ নেন।

আন্দোলনের নেতৃত্ব দেওয়া মো. ইয়াছিন নামে এক প্রবাসী আজকের পত্রিকাকে বলেন, টিকার দ্বিতীয় ডোজ নিতে এসে আমরা হয়রানির শিকার হচ্ছি। সরকারের প্রজ্ঞাপনে টিকা পাওয়ার অগ্রাধিকারের তালিকায় প্রবাসীরা তিন নম্বরে রয়েছে। কিন্তু আমরা এখনো টিকা পাইনি।

ইয়াছিন বলেন, গতকাল সোমবার আমরা সিভিল সার্জন কার্যালয়ে গেলে সেখান থেকে জানানো হয়, জেলা কর্মসংস্থান ও জনশক্তি রপ্তানি অফিসে যাওয়ার জন্য। এখান থেকে রিপোর্ট পেলে তবেই টিকা দেয়া হবে। মঙ্গলবার সকালে আমরা সবাই এ কার্যালয়ে আসি। ওনার বলছেন, টিকার জন্য চেষ্টা চলছে, বিভিন্ন ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলার পাশাপাশি মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। এ ধরনের দায়সারা বক্তব্য দিচ্ছেন।’

সময়মতো টিকার দ্বিতীয় ডোজ নিতে না পারলে শতশত প্রবাসীর বিদেশ যাত্রা অনিশ্চিত হয়ে পড়বে। অনেকের ফ্লাইট মিস হবে বলে জানান প্রবাসী ইয়াছিন।

তিনি বলেন, আমরা টিকার নিবন্ধনও করতে পারছি না। অ্যাপটি বর্তমানে বন্ধ। আইসিটি বিভাগ থেকে যদি অ্যাপ খুলে দেওয়া হয়, তাহলে আমরা টিকার নিবন্ধন করে ডোজ নিতে পারতাম।

কামাল নামে আরেক প্রবাসী বলেন, আমাদের দুটো ডোজ নিয়ে সার্টিফিকেটটা নিশ্চিত করতে হবে। তবেই বিদেশে যেতে পারব। তা না হলে ওনারা আমাদের অ্যালাউ করবে না। এ বিক্ষোভে অন্তত দুই হাজার প্রবাসী অংশ নিয়েছেন বলে জানান তিনি।

এসব অভিযোগের বিষয়ে জানতে চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপ পরিচালক জহিরুল আলম মজুমদারের সেলফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি জবাব দেননি।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় বিক্ষোভরত প্রবাসীরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি দিয়েছেন বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল: নাসীরুদ্দীন পাটওয়ারী

বামপন্থীদের ‘মেরে ঠ্যাং ভেঙে’ দিতে চান ডাকসু নেতা সর্বমিত্র, অভিযোগ ঢাবি শিক্ষার্থীর

পরীক্ষায় অটো পাসের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না: সালাহউদ্দিন আহমদ

দেশি ব্যবসায়ীদের চেয়ে বিদেশিদের কথা শুনতে সরকার বেশি পছন্দ করে

পাকিস্তানি জেনারেলকে ‘ভারতের উত্তর-পূর্বাঞ্চলযুক্ত বাংলাদেশের পতাকা উপহারে’র দাবি নিয়ে যা বলল সিএ ফ্যাক্ট চেক

এলাকার খবর
Loading...