Ajker Patrika

রুমায় সোনালী ব্যাংক লুট, ম্যানেজারকে অপহরণ ও ১৪টি আগ্নেয়াস্ত্র ছিনতাই

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০০: ০৮
রুমায় সোনালী ব্যাংক লুট, ম্যানেজারকে অপহরণ ও ১৪টি আগ্নেয়াস্ত্র ছিনতাই

বান্দরবানের রুমা উপজেলায় সশস্ত্র সন্ত্রাসীরা সোনালী ব্যাংক থেকে ১ কোটি ৫৯ লাখ টাকা ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র লুট করেছে। এ সময় ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকেও তুলে নিয়ে গেছে তারা। 

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দিদারুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। আজ মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রাত ৯টার দিকে রুমা উপজেলায় লোডশেডিংয়ের সময় অর্ধশতাধিক সশস্ত্র সন্ত্রাসী সোনালী ব্যাংকের গ্রিল ভেঙে প্রবেশ করে। এ সময় অস্ত্রের মুখে ১ কোটি ৫৯ লাখ টাকা লুট করে। ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের মারধর করে ১৪টি অস্ত্র ছিনিয়ে নেয়। টাকাগুলো আজ বান্দরবান সদর থেকে সোনালী ব্যাংকের রুমা শাখায় পাঠানো হয়েছিল। 

এক দল সশস্ত্র সন্ত্রাসী ব্যাংকের টাকা, নিরাপত্তারক্ষীদের অস্ত্র ছিনিয়ে নিয়ে গেছে। ছবি: সংগৃহীতআরও জানা গেছে, সন্ত্রাসীরা উপজেলা মসজিদ ঘেরাও করে মসুল্লিদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীরা এ কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। 

এদিকে এই ঘটনার পর সেনাবাহিনীর সদস্য ও পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে, এলাকায় আতঙ্ক বিরাজ করায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত