প্রতিনিধি, কোম্পানীগঞ্জ (নোয়াখালী)
প্রশাসন অন্ধ, তাই কোম্পানীগঞ্জে শান্তি ফিরছে না বলে অভিযোগ করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা। যুক্তরাষ্ট্রে ১৪ দিনের ফলোআপ চিকিৎসা শেষে দেশে ফিরে আজ বুধবার বিকেলে এসব কথা বলেন তিনি।
বসুরহাট পৌর হলে দলীয় নেতা-কর্মীদের দেওয়া সংবর্ধনা সভায় কাদের মির্জা বলেন, ‘অস্ত্র আর অর্থের কাছে রাজনীতি জিম্মি নয়। প্রশাসন অন্ধ থাকার কারণে এখনো কোম্পানীগঞ্জে শান্তি ফিরছে না।’
কাদের মির্জা আরও বলেন, ‘আমি চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পর কোম্পানীগঞ্জের শান্তি বিঘ্নিত করা হয়েছে। এভাবে আর কত দিন চলবে। প্রশাসন আমার সঙ্গে অন্যদের তুলনা করে, এটা আমার খুবই কষ্ট লাগে। সন্ত্রাসী হামলা করে আমার দলের কয়েকজন নেতাকে গুরুতর আহত করা হয়েছে। কেউ কেউ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। কিন্তু পুলিশ অন্ধের ভূমিকায় রয়েছে। পুলিশ প্রশাসন আমার কর্মীদের গ্রেপ্তার করেছে। আমার দলের কর্মী নুর হোসেন খানসাবের বিরুদ্ধে ১৫টি মিথ্যা মামলা দেওয়া হয়েছে।’
আল্লাহ আছেন, তিনি বিচার করবেন উল্লেখ করে কাদের মির্জা বলেন, ‘বিচার শুরু হয়ে গেছে, এদের কেউ কেউ করোনায় আক্রান্ত হয়েছে, কেউ স্ট্রোক করছে, এরা রাস্তায় দুর্ঘটনায় মারা যাবে।’
উল্লেখ্য, গত ২৯ জুলাই (বৃহস্পতিবার) কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফলোআপ চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন কাদের মির্জা। ছয় মাস পর তিনি পুনরায় চিকিৎসা ফলোআপের জন্য আমেরিকা যাবেন।
প্রশাসন অন্ধ, তাই কোম্পানীগঞ্জে শান্তি ফিরছে না বলে অভিযোগ করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা। যুক্তরাষ্ট্রে ১৪ দিনের ফলোআপ চিকিৎসা শেষে দেশে ফিরে আজ বুধবার বিকেলে এসব কথা বলেন তিনি।
বসুরহাট পৌর হলে দলীয় নেতা-কর্মীদের দেওয়া সংবর্ধনা সভায় কাদের মির্জা বলেন, ‘অস্ত্র আর অর্থের কাছে রাজনীতি জিম্মি নয়। প্রশাসন অন্ধ থাকার কারণে এখনো কোম্পানীগঞ্জে শান্তি ফিরছে না।’
কাদের মির্জা আরও বলেন, ‘আমি চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পর কোম্পানীগঞ্জের শান্তি বিঘ্নিত করা হয়েছে। এভাবে আর কত দিন চলবে। প্রশাসন আমার সঙ্গে অন্যদের তুলনা করে, এটা আমার খুবই কষ্ট লাগে। সন্ত্রাসী হামলা করে আমার দলের কয়েকজন নেতাকে গুরুতর আহত করা হয়েছে। কেউ কেউ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। কিন্তু পুলিশ অন্ধের ভূমিকায় রয়েছে। পুলিশ প্রশাসন আমার কর্মীদের গ্রেপ্তার করেছে। আমার দলের কর্মী নুর হোসেন খানসাবের বিরুদ্ধে ১৫টি মিথ্যা মামলা দেওয়া হয়েছে।’
আল্লাহ আছেন, তিনি বিচার করবেন উল্লেখ করে কাদের মির্জা বলেন, ‘বিচার শুরু হয়ে গেছে, এদের কেউ কেউ করোনায় আক্রান্ত হয়েছে, কেউ স্ট্রোক করছে, এরা রাস্তায় দুর্ঘটনায় মারা যাবে।’
উল্লেখ্য, গত ২৯ জুলাই (বৃহস্পতিবার) কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফলোআপ চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন কাদের মির্জা। ছয় মাস পর তিনি পুনরায় চিকিৎসা ফলোআপের জন্য আমেরিকা যাবেন।
খাগড়াছড়ির সদর উপজেলায় অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে লাঠি ও ঝাড়ুমিছিল হয়েছে। আজ রোববার সকালে জেলার দীঘিনালা উপজেলায় হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ দীঘিনালা উপজেলা শাখা এই বিক্ষোভ করে।
২ মিনিট আগেট্রাকের মালিক বগুড়ার মালীপাড়া গ্রামের আলমগীর হোসেন বলেন, ‘ট্রাকটি চুরি হয়ে যাওয়ার পর কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি।’ এরপর বিষয়টি ওসিকে জানানো হলে তিনি বলেন, যেভাবেই হোক আপনার ট্রাকটি উদ্ধার করতেই হবে। তা না হলে এলাকায় এ ধরনের ঘটনা আরও ঘটবে। এরপর ট্রাকটি উদ্ধার করা হয়।
১২ মিনিট আগেউত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত কুমিল্লার মাহতাব রহমান ভূঁইয়ার গ্রামের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনীর প্রতিনিধিদল। আজ রোববার দুপুরে তারা দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে মাহতাবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এবং পারিবার
১৬ মিনিট আগেনরসিংদীর শিবপুরে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর (ইটাখোলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু দুটি হলো মুন্সেফেরচর কাঁঠালতলা এলাকার শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া (০৩) ও একই এলাকার সোহেল মিয়ার মেয়ে মায়ামনি (০৩)।
৩২ মিনিট আগে