Ajker Patrika

মহাসড়ক অবরোধ করে ক্রিকেট-ফুটবল খেলায় মেতেছেন কুবি শিক্ষার্থীরা

কুবি সংবাদদাতা
আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১৯: ০৩
মহাসড়ক অবরোধ করে ক্রিকেট-ফুটবল খেলায় মেতেছেন কুবি শিক্ষার্থীরা

সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবি জানিয়ে ফের আন্দোলনে নেমেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল বন্ধ রয়েছে। যান চলাচল বন্ধ থাকায় ফাঁকা রাস্তায় ক্রিকেট ও ফুটবল খেলায় মেতেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

আজ রোববার বিকেল ৪টার দিকে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। অবরোধ চলাকালে শিক্ষার্থীরা মহাসড়কে খেলায় করেন। 

কুবির আইন বিভাগের শিক্ষার্থী মেরাজ হোসাইন বলেন, ‘আমাদের এই সময়টায় পড়ার টেবিলে বা খেলার মাঠে থাকার কথা ছিল। কিন্তু বর্তমানে কোটার এই সিস্টেমের জন্য মহাসড়কে এসে আন্দোলন করতে হচ্ছে। এই বৈষম্য বাতিল করার জন্য আমরা রাজপথে নেমেছি। রাজপথে আমাদের এই ক্রিকেট-ফুটবল খেলার জায়গা না কিন্তু আমরা এটাই বোঝাতে চাচ্ছি আমরা এই আন্দোলন যত দিন না শেষ করতে পারব তত দিন চালিয়ে যাব।’ 

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রকিবুল হাসান সোহাগ বলেন, ‘আমরা কোটা পদ্ধতির সংস্কার চাই। যত দিন পর্যন্ত কোটা পদ্ধতির সংস্কার হচ্ছে না তত দিন আমাদের আন্দোলন চলবে। প্রতিবাদস্বরূপ মহাসড়কে ফুটবল-ক্রিকেট খেলছি।’ 

উল্লেখ্য, সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা ছিল। এই কোটা সংস্কারের দাবিতে ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বড় ছাত্র আন্দোলন হয়। সেই আন্দোলনের মুখে ওই বছরের ৪ অক্টোবর সব ধরনের কোটা বাতিল করে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর ফলে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল হয়ে যায়। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ক্রিকেট খেলছেন শিক্ষার্থীরাতবে ২০২১ সালে সেই পরিপত্রের মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান উচ্চ আদালতে রিট করেন। সেই রিটের শুনানি শেষে গত ৫ জুন পরিপত্রের ওই অংশ অবৈধ ঘোষণা করেন আদালত। ফলে কোটা বহাল হয়ে যায়। 

এতে ক্ষুব্ধ হন শিক্ষার্থীরা। কোটা বাতিলের দাবিতে আবার রাস্তায় নামেন তাঁরা। ঈদুল আজহার আগে কয়েক দিন বিক্ষোভের পর দাবি মানতে সরকারকে ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে (আলটিমেটাম) দেন আন্দোলনকারীরা। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে ১ জুলাই থেকে জোর আন্দোলন শুরু করেছেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত