Ajker Patrika

চসিকের ১ হাজার ৯৮১ কোটি টাকার বাজেট ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৭ জুন ২০২৪, ২০: ০২
চসিকের ১ হাজার ৯৮১ কোটি টাকার বাজেট ঘোষণা 

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২০২৪-২৫ অর্থবছরের ১ হাজার ৯৮১ কোটি ৫২ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার নগরীর নন্দনকানন ইনস্টিটিউটে বাজেট অধিবেশনে এ ঘোষণা দেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। 

নতুন অর্থবছরের বাজেটের পাশাপাশি ২০২৩-২৪ অর্থবছরে চসিকের ১ হাজার ৬৬১ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করেন মেয়র। ওই অর্থবছরে ১ হাজার ৮৮৭ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়। চসিকের ইতিহাসে এবার বাজেট বাস্তবায়ন হয়েছে রেকর্ড ৮৮ শতাংশ। 

অধিবেশনে বাজেট বক্তব্যে মেয়র রেজাউল করিম নগরীকে একটি আধুনিক ও স্মার্ট শহর হিসেবে গড়ে তুলতে একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেন। বর্তমান ও ভবিষ্যতের আলোকে নগরবাসীর আশা-আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটানোর প্রত্যাশা করেন তিনি।

বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন। বাজেট বিবরণী উপস্থাপন করেন অর্থ ও সংস্থাপন বিষয়ক কমিটির সভাপতি কাউন্সিলর মো. ইসমাইল। 

এ সময় প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, আফরোজা কালাম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির, ওয়ার্ড কাউন্সিলর, বিভাগীয় প্রধানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের আসরে কনে বদল, মেয়ের জায়গায় মা

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

বদলির পর ঠাকুরগাঁওয়ের ওসির পোস্ট: ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত