Ajker Patrika

বেতন পাচ্ছেন না মিরসরাইয়ে রেললাইনের নিরাপত্তায় থাকা ১৬০ আনসার সদস্য 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১৪: ২৩
বেতন পাচ্ছেন না মিরসরাইয়ে রেললাইনের নিরাপত্তায় থাকা ১৬০ আনসার সদস্য 

পূর্বাঞ্চল রেলওয়ের চট্টগ্রাম অঞ্চলের মিরসরাই উপজেলার ২৯ কিলোমিটার এলাকাজুড়ে যাত্রীদের নিরাপত্তাসহ নাশকতা রোধে রেললাইনের গুরুত্বপূর্ণ পয়েন্টে ১৬০ জন আনসার নিয়োগ করা হয়। গত বছরের ৩১ অক্টোবর নিয়োগের পর শুরুতে ১৪০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করলেও ২২ ডিসেম্বর থেকে আনসারের সংখ্যা বাড়িয়ে ১৬০ জন করা হয়। নিয়োগের পর থেকে এদের কেউ কেউ কেবল এক সপ্তাহ বেতন পেয়েছেন, বাকিরা তাও পাননি।

জেলা আনসার ভিডিপি কার্যালয় জানিয়েছে, অর্থ মন্ত্রণালয় থেকে আনসারদের বেতন ছাড় হওয়ার অপেক্ষায় আছে। সেক্ষেত্রে সমস্যাটি দ্রুত কেটে যাবে। 

এদিকে এখন রমজান মাস চলছে। সামনেই ঈদ। এমন পরিস্থিতিতে বেতন নিয়ে দুশ্চিন্তায় ও অর্থকষ্টে মানবেতর জীবন কাটাচ্ছেন দরিদ্র এই আনসার ও তাঁদের পরিবারের সদস্যরা। 

সংশ্লিষ্ট আনসার সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রেললাইন ও রেলে নাশকতা রোধে ২০২৩ সালের ৩১ অক্টোবর থেকে মিরসরাই উপজেলার ২৯ কিলোমিটার এলাকার গুরুত্বপূর্ণ ২০টি স্পটে ২৪ ঘণ্টায় ৩টি টিমে ৭ জন করে দায়িত্ব পালন করেন। ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এক স্পটে ২ সদস্যের একটি টিম, দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত দুজনের আরেকটি টিম ও রাত ১০টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত তিন সদস্যের একটি টিম পালাবদল করে দায়িত্ব পালন করেন। 

২২ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ২০টি স্পটে একজন বাড়িয়ে আটজন করে আনসার সদস্য নিয়োজিত ছিলেন। এদিকে ১ ফেব্রুয়ারি থেকে ২০ স্পট থেকে কমিয়ে ১০টি স্পটে দায়িত্ব পালন করেছেন আনসার সদস্যরা। 

উপজেলা আনসার ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, এক দিনে একজন পিসি (প্লাটুন কমান্ডার) ও এপিসির (সহকারী প্লাটুন কমান্ডার) বেতন ধরা হয়েছে ৫২৫ টাকা। অন্যান্য আনসার সদস্যের বেতন দৈনিক ৪৭৫ টাকা। 

দায়িত্ব পালন করা আনসার সদস্য কামাল উদ্দিন বলেন, ‘আমি এখনো এক দিনের বেতনও পাইনি। বেতন না পাওয়ায় রমজান মাসেও ধারদেনা করে চলতে হচ্ছে। কখন বেতন পাব, তা-ও জানি না। কীভাবে ঋণ পরিশোধ করব, তা-ও জানি না। কাজ শেষে বাসায় গিয়ে দেখি খাবার নেই। এভাবে কত দিন চলব জানি না।’ 

নারী আনসার সদস্য হোসনে আরা বেগম বলেন, ‘আমি এক সপ্তাহের বেতন পেয়েছি। আমি একটি টিমের দলনেত্রীর দায়িত্বে রয়েছি। অন্য সদস্যদের মনোবল ধরে রাখতে নিজের থেকে কিছু কিছু সদস্যকে টাকা ধার দিয়েছি। কিন্তু এখন আমিও বেতন পাচ্ছি না। স্যারেরা শুধু আশ্বাস দিচ্ছেন, কিন্তু কখন পাব, সে বিষয়ে কিছু বলছে না।’ 

উপজেলার ধুমঘাট এলাকার আনসার সদস্য গিয়াস উদ্দিন সোহাগ বলেন, ‘আমরা অনেক ঝুঁকি নিয়ে রেললাইন পাহার দিয়েছি। সামান্য বেতন, তা-ও দেয়নি। ধারদেনা করেও সংসার চালানো যাচ্ছে না। দোকানে অনেক বকেয়া হয়ে গেছে। উপজেলার আনসার-ভিডিপি কর্মকর্তার কার্যালয়ে অনেকবার গিয়েছি। কোনো আশার বাণী শুনি নাই।’ 
 
বড়তকিয়া রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. শাসছুদোহা বলেন, ‘আমার স্টেশন এলাকায় একটি টিম দায়িত্ব পালন করছে। এ ছাড়া পুরো উপজেলার বিভিন্ন স্পটে আরও অনেকগুলো টিম রয়েছে।’ 

চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, রেল এবং রেললাইনের নিরাপত্তায় প্রয়োজনীয় নিরাপত্তাবলয় গড়ে তোলার জন্য পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে আনসার সদস্যদের বেতন প্রদানে বিলম্বের কারণে অর্থসংকটে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছে। 

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ধনচরণ নাথ বলেন, ২০২৩ সালের ৩১ অক্টোবর থেকে চলতি মাস পর্যন্ত রেললাইনে ও রেলে নাশকতা রোধে মিরসরাই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যাটালিয়ন ও সাধারণ আনসার ভিডিপির সদস্যরা পাহারায় নিয়োজিত আছেন। তীব্র শীতের রাতে তারা দায়িত্ব পালন করেছেন। প্রথম এক সপ্তাহের বেতন পেলেও অন্য সময়ের বেতন এখনো আসেনি। এ বিষয়ে আমি জেলায় বারবার যোগাযোগ করছি। এসব দরিদ্র আনসার সদস্যের পরিবারগুলো কষ্ট করছে। তবে কিছুদিনের মধ্যে অর্থ মন্ত্রণালয় বেতন ছাড় দিতে পারে।’ 

চট্টগ্রাম জেলা আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট এ এইচ এম সাইফুল্লাহ হাবিব বলেন, রেললাইনে নাশকতা রোধে দায়িত্ব পালন করা আনসার সদস্যদের এক সপ্তাহের বেতন দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ দিনের বেতন অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় পাওয়ার অপেক্ষায়। আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে সমস্যা মিটে যাবে। এরপর বাকি দিনগুলোর বেতন ক্রমান্বয়ে আসবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত