চবি সংবাদদাতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে ছিনতাইকারীর হামলায় এক শিক্ষার্থী আহত হয়েছেন। ছিনতাইকারীরা তাঁর মুখ ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো ব্লেড দিয়ে আঘাত করে। বর্তমানে তিনি চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন।
আজ রোববার নগরীর ষোলোশহর থেকে ছেড়ে আসা শাটল ট্রেনে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রের নাম মোরসালিন আহমেদ মিরাজ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর ষোলোশহর রেলস্টেশন থেকে মোরসালিন ও তাঁর এক বান্ধবী শাটল ট্রেনের শেষ থেকে দ্বিতীয় নম্বর বগিতে ওঠেন। ওই বগিতে আর কোনো শিক্ষার্থী ছিল না। এই সুযোগে দুজন ছিনতাইকারী বগিতে উঠে এবং ক্যান্টনমেন্ট স্টেশনে আসার আগ মুহূর্তে তাদের কাছ থেকে মোবাইল ফোন–টাকা ছিনতাইয়ের চেষ্টা করে তারা।
এ সময় ভয়ে তাঁর বান্ধবী ট্রেন থেকে লাফ দিতে গেলে মাথায় আঘাত পান। পরে মোরসালিনের কাছ থেকে টাকা ছিনতাই করে তাঁকে ব্লেড দিয়ে মুখ ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। ওই সময় তার চিৎকার পাশের বগির শিক্ষার্থীরা শুনতে পায়।
তারা শিকল টানলেও ট্রেনটি থামেনি, নষ্ট থাকার কারণে। পরের স্টেশনে ট্রেন থামার আগেই ছিনতাইকারী দুজন চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে শহর থেকে আসা ট্রেনে এক শিক্ষার্থী ছিনতাইকারীর কবলে পড়ে। ভুক্তভোগীকে চবি মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি বলেন, ‘ডাক্তার জানিয়েছেন, ভুক্তভোগী শিক্ষার্থী আশঙ্কা মুক্ত। তবে, তাঁর অপারেশন করা লাগবে। আরেকটি মেয়েও আঘাত পেয়েছে বলে শুনেছি, কিন্তু এ বিষয়ে ভুক্তভোগী আমাদের কিছু জানায়নি। ছিনতাইকারীদের গ্রেপ্তারের জন্য রেলওয়ে পুলিশের সঙ্গে কথা বলেছি। তাঁরা ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।’
চট্টগ্রাম রেলওয়ে থানা–পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে সাড়া না দেওয়ায় তার বক্তব্য জানা যায়নি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে ছিনতাইকারীর হামলায় এক শিক্ষার্থী আহত হয়েছেন। ছিনতাইকারীরা তাঁর মুখ ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো ব্লেড দিয়ে আঘাত করে। বর্তমানে তিনি চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন।
আজ রোববার নগরীর ষোলোশহর থেকে ছেড়ে আসা শাটল ট্রেনে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রের নাম মোরসালিন আহমেদ মিরাজ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর ষোলোশহর রেলস্টেশন থেকে মোরসালিন ও তাঁর এক বান্ধবী শাটল ট্রেনের শেষ থেকে দ্বিতীয় নম্বর বগিতে ওঠেন। ওই বগিতে আর কোনো শিক্ষার্থী ছিল না। এই সুযোগে দুজন ছিনতাইকারী বগিতে উঠে এবং ক্যান্টনমেন্ট স্টেশনে আসার আগ মুহূর্তে তাদের কাছ থেকে মোবাইল ফোন–টাকা ছিনতাইয়ের চেষ্টা করে তারা।
এ সময় ভয়ে তাঁর বান্ধবী ট্রেন থেকে লাফ দিতে গেলে মাথায় আঘাত পান। পরে মোরসালিনের কাছ থেকে টাকা ছিনতাই করে তাঁকে ব্লেড দিয়ে মুখ ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। ওই সময় তার চিৎকার পাশের বগির শিক্ষার্থীরা শুনতে পায়।
তারা শিকল টানলেও ট্রেনটি থামেনি, নষ্ট থাকার কারণে। পরের স্টেশনে ট্রেন থামার আগেই ছিনতাইকারী দুজন চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে শহর থেকে আসা ট্রেনে এক শিক্ষার্থী ছিনতাইকারীর কবলে পড়ে। ভুক্তভোগীকে চবি মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি বলেন, ‘ডাক্তার জানিয়েছেন, ভুক্তভোগী শিক্ষার্থী আশঙ্কা মুক্ত। তবে, তাঁর অপারেশন করা লাগবে। আরেকটি মেয়েও আঘাত পেয়েছে বলে শুনেছি, কিন্তু এ বিষয়ে ভুক্তভোগী আমাদের কিছু জানায়নি। ছিনতাইকারীদের গ্রেপ্তারের জন্য রেলওয়ে পুলিশের সঙ্গে কথা বলেছি। তাঁরা ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।’
চট্টগ্রাম রেলওয়ে থানা–পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে সাড়া না দেওয়ায় তার বক্তব্য জানা যায়নি।
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৬ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
৬ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৬ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৬ ঘণ্টা আগে