দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
দেশে প্রথমবারের মতো পৌরসভা পর্যায়ে মহিলা বাস সার্ভিস চালু হয়েছে ফেনীতে। আজ রোববার সকালে ফেনী-২ আসনের সাংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এ বাস সার্ভিসের উদ্বোধন করেন।
ফেনী সদর হাসপাতাল থেকে মহিপাল, সালাহউদ্দিন মোড় থেকে লালপোল ও ট্রাংক রোড থেকে ফেনী সদর হাসপাতাল রুটে চলবে পৌর মহিলা বাস সার্ভিস।
উদ্বোধনের সময় সাংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, দেশে প্রথমবারের মতো পৌরসভা পর্যায়ে মহিলা বাস সার্ভিস চালু হয়েছে। এ উদ্যোগের ফলে নারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের যেভাবে বিভিন্ন জায়গায় অধিষ্ঠিত করছে, নারী ক্ষমতায়নে কাজ করছে সেটি মাথায় রেখেই এ উদ্যোগ।
ফেনী পৌর মেয়র নজরুল স্বপন মিয়াজী বলেন, ‘শহরে চলাচলে নারী-পুরুষ উভয়ের জন্য রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও গ্রীন টাউন বাস সার্ভিস থাকলেও নারীদের জন্য নির্দিষ্ট কোনো পরিবহন সেবা আমাদের শহরের নেই। ফলে শহরে নারী-পুরুষ এক সঙ্গে বিভিন্ন যানবাহনে যাতায়াত করতে হয়। এতে অনেক সময় আমাদের মা-বোন ও মেয়েরা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হন।’
‘এ শহরে প্রতিদিন জেলার-উপজেলাসহ আশপাশের জেলা থেকেও অনেক নারী আসেন। এদের মধ্যে শহরের বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রী, শিক্ষিকা, অফিসগামী নারী, চিকিৎসা নিতে আসা নারী রোগীও থাকেন। তাদের অস্বস্তিকর পরিবেশের মধ্য দিয়ে বাধ্য হয়েই অনেক সময় এসব পরিবহন দিয়েই চলাচল করতে হয়। বিষয়টি আমার নজরে এলে সংসদ সদস্যকে পৌর মহিলা বাসি সার্ভিসের কথা বলি। তার উৎসাহে এটি সার্ভিস চালু হচ্ছে।’ যুক্ত করেন মেয়র নজরুল স্বপন মিয়াজী।
মেয়র আরও বলেন, ‘চেষ্টা ছিল বাসচালক ও সহকারী নারীদের মধ্য থেকে নিয়োগ দেওয়ার। কিন্তু কোনো নারী চালক খুঁজে না পাওয়ায় প্রাথমিকভাবে পুরুষ চালক ও নারী সহকারী নিয়োগ দিয়েছি। পৌর এলাকার তিনটি রুটে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত মহিলা বাস সার্ভিসের তিনটি পরিবহন চলাচল করবে। বাসগুলোতে কেবল নারীরাই যাত্রী হিসেবে উঠতে পারবেন। কোনো পুরুষ এ সেবা নিতে পারবে না।’
বিশেষ অতিথি বক্তব্যে ফেনী পুলিশ সুপার জাকির হাসান বলেন, ফেনীতে প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। ফেনী পৌর মেয়র নাগরিকদের সেবায় সব সময় নতুন নতুন সেবা চালু করছে। তারই ধারাবাহিকতায় এটিও একটি মাইলফলক।
জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মঞ্জিলা আক্তার মিমি বলেন, ‘পৌর মেয়রের এ উদ্যোগকে আমরা নারীরা সাধুবাদ জানাচ্ছি। পৌর মহিলা বাস সার্ভিস সেবার মধ্য দিয়ে ফেনী পৌরসভা উন্নয়নের মাইলফলক সৃষ্টি করেছেন। এ সেবার মাধ্যমে আমরা নারীরা বিভিন্ন ধরনের হয়রানির থেকে অবসান পাব।’
দেশে প্রথমবারের মতো পৌরসভা পর্যায়ে মহিলা বাস সার্ভিস চালু হয়েছে ফেনীতে। আজ রোববার সকালে ফেনী-২ আসনের সাংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এ বাস সার্ভিসের উদ্বোধন করেন।
ফেনী সদর হাসপাতাল থেকে মহিপাল, সালাহউদ্দিন মোড় থেকে লালপোল ও ট্রাংক রোড থেকে ফেনী সদর হাসপাতাল রুটে চলবে পৌর মহিলা বাস সার্ভিস।
উদ্বোধনের সময় সাংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, দেশে প্রথমবারের মতো পৌরসভা পর্যায়ে মহিলা বাস সার্ভিস চালু হয়েছে। এ উদ্যোগের ফলে নারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের যেভাবে বিভিন্ন জায়গায় অধিষ্ঠিত করছে, নারী ক্ষমতায়নে কাজ করছে সেটি মাথায় রেখেই এ উদ্যোগ।
ফেনী পৌর মেয়র নজরুল স্বপন মিয়াজী বলেন, ‘শহরে চলাচলে নারী-পুরুষ উভয়ের জন্য রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও গ্রীন টাউন বাস সার্ভিস থাকলেও নারীদের জন্য নির্দিষ্ট কোনো পরিবহন সেবা আমাদের শহরের নেই। ফলে শহরে নারী-পুরুষ এক সঙ্গে বিভিন্ন যানবাহনে যাতায়াত করতে হয়। এতে অনেক সময় আমাদের মা-বোন ও মেয়েরা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হন।’
‘এ শহরে প্রতিদিন জেলার-উপজেলাসহ আশপাশের জেলা থেকেও অনেক নারী আসেন। এদের মধ্যে শহরের বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রী, শিক্ষিকা, অফিসগামী নারী, চিকিৎসা নিতে আসা নারী রোগীও থাকেন। তাদের অস্বস্তিকর পরিবেশের মধ্য দিয়ে বাধ্য হয়েই অনেক সময় এসব পরিবহন দিয়েই চলাচল করতে হয়। বিষয়টি আমার নজরে এলে সংসদ সদস্যকে পৌর মহিলা বাসি সার্ভিসের কথা বলি। তার উৎসাহে এটি সার্ভিস চালু হচ্ছে।’ যুক্ত করেন মেয়র নজরুল স্বপন মিয়াজী।
মেয়র আরও বলেন, ‘চেষ্টা ছিল বাসচালক ও সহকারী নারীদের মধ্য থেকে নিয়োগ দেওয়ার। কিন্তু কোনো নারী চালক খুঁজে না পাওয়ায় প্রাথমিকভাবে পুরুষ চালক ও নারী সহকারী নিয়োগ দিয়েছি। পৌর এলাকার তিনটি রুটে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত মহিলা বাস সার্ভিসের তিনটি পরিবহন চলাচল করবে। বাসগুলোতে কেবল নারীরাই যাত্রী হিসেবে উঠতে পারবেন। কোনো পুরুষ এ সেবা নিতে পারবে না।’
বিশেষ অতিথি বক্তব্যে ফেনী পুলিশ সুপার জাকির হাসান বলেন, ফেনীতে প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। ফেনী পৌর মেয়র নাগরিকদের সেবায় সব সময় নতুন নতুন সেবা চালু করছে। তারই ধারাবাহিকতায় এটিও একটি মাইলফলক।
জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মঞ্জিলা আক্তার মিমি বলেন, ‘পৌর মেয়রের এ উদ্যোগকে আমরা নারীরা সাধুবাদ জানাচ্ছি। পৌর মহিলা বাস সার্ভিস সেবার মধ্য দিয়ে ফেনী পৌরসভা উন্নয়নের মাইলফলক সৃষ্টি করেছেন। এ সেবার মাধ্যমে আমরা নারীরা বিভিন্ন ধরনের হয়রানির থেকে অবসান পাব।’
মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, একটি বাসায় দুজন রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় গুলি করে মানিককে হত্যা করা হয়। তবে তাঁর সঙ্গে থাকা অন্যজনের কোনো খোঁজ মেলেনি। সন্ত্রাসীরা তাঁকে অপহরণ করেছেন, নাকি তিনি পালিয়ে গেছেন, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
১৪ মিনিট আগেএক ভাই এক বোনের মধ্যে পারভেজ ছিল বড়। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল পারভেজ। পারভেজ কাফরুলে কাজিপাড়া আলহেরা হাসপাতালের পাশে একটি মেসে থাকত। ছোট বোন ঢাকার মাইলস্টোনে পড়াশোনা করে। বাবা জসিম উদ্দিন কুয়েত প্রবাসী। মা পারভীন আক্তার গৃহিণী। তাদের গ্রামে
২৭ মিনিট আগেখ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ রোববার। দিনটি খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। তাঁদের মতে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং আনন্দের।
৩০ মিনিট আগেচাঁদপুর সদর উপজেলায় বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল শনিবার মধ্যরাতে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে এই ঘটনা ঘটে। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।
৩৬ মিনিট আগে