Ajker Patrika

চন্দনাইশে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
Thumbnail image

চট্টগ্রামের চন্দনাইশে বিদ্যুতায়িত হয়ে মো. হাসান (২১) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ মে) উপজেলা কাঞ্চনাবাদ ইউনিয়নের দিঘীর পাড় এলাকায় কাঁটাতারে আটকে যাওয়া গরু ছাড়াতে গিয়ে ওই মারা যান তিনি।

হাসান ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি উপজেলার বিজিসি ট্রাস্ট স্কুল এন্ড কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুৎ সংযোগের তারের সঙ্গে কাঁটাতার বিদ্যুতায়িত হয়ে হাসানের একটি গরু আটকে যায়। গরুটিকে ছাড়াতে গিয়েই বিদ্যুতায়িত হন হাসান। পরিবারের লোকজন ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাসানকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চন্দনাইশ থানার সহকারী পরিদর্শক গোবিন্দ বলেছেন, বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্র মারা যাওয়ার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ স্বজনদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত