Ajker Patrika

আ.লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ২

লক্ষ্মীপুর ও রায়পুর প্রতিনিধি
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৩৯
আ.লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ২

শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রাতে ছাত্রলীগের সাবেক নেতা জুম্মান সোলতান বাদী হয়ে এই মামলা দায়ের করেন। 

মামলায় উপজেলা বিএনপির সহসভাপতি সফিক ভূঁইয়া ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সফিকুল আমলসহ ৫৩ জনের নামে এবং ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পরে পুলিশ ভোররাতে রায়পুর শহরে অভিযান চালিয়ে বিএনপি কর্মী সোহেল হোসেন ও ইব্রাহিম খলিল নামে দুজনকে গ্রেপ্তার করে। 

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক  অ্যাডভোকেট হাসিবুর রহমান অভিযোগ করে জানান, শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালান আওয়ামী লীগের কর্মীরা। এখন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে উল্টো মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। দ্রুত মামলা প্রত্যাহারের আহ্বান ও হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, সংঘর্ষের ঘটনায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মীকে আসামি করে জুম্মান সুলতান বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে। 

উল্লেখ্য, গতকাল রায়পুর উপজেলা পরিষদের সামনে শহীদ মিনারে শ্রদ্ধা জানান বিএনপির নেতৃত্বে যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানোর পর শহরের দিকে যাওয়ার পথে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনার জের ধরে হল রোড ও বাসস্টেশন এলাকায় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

ভারতে এক বছরের শিশুর কামড়ে প্রাণ হারাল বিষধর গোখরা

দুই বন্ধুর বিচ্ছেদই কি আগুন জ্বালাল থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত