Ajker Patrika

অর্থ আত্মসাতের মামলায় এনজিও কর্মকর্তা গ্রেপ্তার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
অর্থ আত্মসাতের মামলায় এনজিও কর্মকর্তা গ্রেপ্তার

অর্থ আত্মসাতের মামলায় এনজিও সংস্থা নওজোয়ানের প্রধান নির্বাহী ইমাম হোসেনকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা-পুলিশ। গতকাল সোমবার বিকেলে পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের খানমোহনা এলাকার তার গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পটিয়া থানার পরিদর্শক ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

গ্রেপ্তার ইমাম হোসেন দক্ষিণভূর্ষি ইউনিয়নের পশ্চিম ডেঙ্গাপাড়া গ্রামের মৃত আলী আব্বাস চৌধুরীর ছেলে। 

জানা যায়, নওজোয়ানের প্রধান নির্বাহী ইমাম হোসেনসহ ৭ জনের বিরুদ্ধে ২০১৮ সালে বেসিক ব্যাংক কর্তৃপক্ষ চট্টগ্রামের একটি আদালতে ৭৮ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলা দায়ের করে। উক্ত মামলায় আদালত ২০২০ সালে সেপ্টেম্বরে ইমাম হোসেনসহ ৭ আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৭৮ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেন। এ রায়ের পর থেকে ইমাম হোসেন পলাতক ছিলেন। 

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, এক বছরের সাজাপ্রাপ্ত নওজোয়ানের প্রধান নির্বাহী ইমাম হোসেনকে মঙ্গলবার আদালতে হাজির করা হবে। 

উল্লেখ্য, ১৯৮৯ সালে ইমাম হোসেন দক্ষিণ ভূর্ষি এলাকার সামাজিক সংগঠন নওজোয়ানের সভাপতির পদ লাভ করেন। তখন নওজোয়ান সংগঠনকে এনজিও হিসেবে প্রতিষ্ঠা করেন তিনি। নওজোয়ানের মাধ্যমে সঞ্চয়, ঋণদান কর্মসূচি, আবর্জনা প্রকল্প ও প্রতিবন্ধী প্রকল্পসহ নানা প্রকল্প হাতে নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে ইমামের বিরুদ্ধে। 

উপজেলার খানমোহনা এলাকায় প্রতিবন্ধী রিসোর্স সেন্টার নামে একটি কথিত প্রতিষ্ঠান তৈরি করারও অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। ইমাম হোসেনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে আরও একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি কয়েক বার জেলও খেটেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত