পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
অর্থ আত্মসাতের মামলায় এনজিও সংস্থা নওজোয়ানের প্রধান নির্বাহী ইমাম হোসেনকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা-পুলিশ। গতকাল সোমবার বিকেলে পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের খানমোহনা এলাকার তার গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পটিয়া থানার পরিদর্শক ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার ইমাম হোসেন দক্ষিণভূর্ষি ইউনিয়নের পশ্চিম ডেঙ্গাপাড়া গ্রামের মৃত আলী আব্বাস চৌধুরীর ছেলে।
জানা যায়, নওজোয়ানের প্রধান নির্বাহী ইমাম হোসেনসহ ৭ জনের বিরুদ্ধে ২০১৮ সালে বেসিক ব্যাংক কর্তৃপক্ষ চট্টগ্রামের একটি আদালতে ৭৮ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলা দায়ের করে। উক্ত মামলায় আদালত ২০২০ সালে সেপ্টেম্বরে ইমাম হোসেনসহ ৭ আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৭৮ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেন। এ রায়ের পর থেকে ইমাম হোসেন পলাতক ছিলেন।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, এক বছরের সাজাপ্রাপ্ত নওজোয়ানের প্রধান নির্বাহী ইমাম হোসেনকে মঙ্গলবার আদালতে হাজির করা হবে।
উল্লেখ্য, ১৯৮৯ সালে ইমাম হোসেন দক্ষিণ ভূর্ষি এলাকার সামাজিক সংগঠন নওজোয়ানের সভাপতির পদ লাভ করেন। তখন নওজোয়ান সংগঠনকে এনজিও হিসেবে প্রতিষ্ঠা করেন তিনি। নওজোয়ানের মাধ্যমে সঞ্চয়, ঋণদান কর্মসূচি, আবর্জনা প্রকল্প ও প্রতিবন্ধী প্রকল্পসহ নানা প্রকল্প হাতে নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে ইমামের বিরুদ্ধে।
উপজেলার খানমোহনা এলাকায় প্রতিবন্ধী রিসোর্স সেন্টার নামে একটি কথিত প্রতিষ্ঠান তৈরি করারও অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। ইমাম হোসেনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে আরও একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি কয়েক বার জেলও খেটেছেন।
অর্থ আত্মসাতের মামলায় এনজিও সংস্থা নওজোয়ানের প্রধান নির্বাহী ইমাম হোসেনকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা-পুলিশ। গতকাল সোমবার বিকেলে পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের খানমোহনা এলাকার তার গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পটিয়া থানার পরিদর্শক ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার ইমাম হোসেন দক্ষিণভূর্ষি ইউনিয়নের পশ্চিম ডেঙ্গাপাড়া গ্রামের মৃত আলী আব্বাস চৌধুরীর ছেলে।
জানা যায়, নওজোয়ানের প্রধান নির্বাহী ইমাম হোসেনসহ ৭ জনের বিরুদ্ধে ২০১৮ সালে বেসিক ব্যাংক কর্তৃপক্ষ চট্টগ্রামের একটি আদালতে ৭৮ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলা দায়ের করে। উক্ত মামলায় আদালত ২০২০ সালে সেপ্টেম্বরে ইমাম হোসেনসহ ৭ আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৭৮ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেন। এ রায়ের পর থেকে ইমাম হোসেন পলাতক ছিলেন।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, এক বছরের সাজাপ্রাপ্ত নওজোয়ানের প্রধান নির্বাহী ইমাম হোসেনকে মঙ্গলবার আদালতে হাজির করা হবে।
উল্লেখ্য, ১৯৮৯ সালে ইমাম হোসেন দক্ষিণ ভূর্ষি এলাকার সামাজিক সংগঠন নওজোয়ানের সভাপতির পদ লাভ করেন। তখন নওজোয়ান সংগঠনকে এনজিও হিসেবে প্রতিষ্ঠা করেন তিনি। নওজোয়ানের মাধ্যমে সঞ্চয়, ঋণদান কর্মসূচি, আবর্জনা প্রকল্প ও প্রতিবন্ধী প্রকল্পসহ নানা প্রকল্প হাতে নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে ইমামের বিরুদ্ধে।
উপজেলার খানমোহনা এলাকায় প্রতিবন্ধী রিসোর্স সেন্টার নামে একটি কথিত প্রতিষ্ঠান তৈরি করারও অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। ইমাম হোসেনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে আরও একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি কয়েক বার জেলও খেটেছেন।
রাজশাহীতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ক্রমান্বয়ে বাড়ছে। সর্বশেষ ২০২৪ সালে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ২৬ দশমিক ৯ বিলিয়ন ডলার। বিশ্বের ১৭৩টি দেশে থাকা ১ কোটি ২০ লাখ প্রবাসী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
৬ মিনিট আগেজাতীয় সংসদে নারীদের জন্য ১০০ আসন চায় উইমেন এন্ট্রাপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব)। আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে ওয়েব সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল সাংবাদিকদের এ কথা বলেন।
৭ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মধ্যে যাত্রীবাহী এক বাস উল্টে গেছে। এতে নারী-পুরুষসহ ১০ জন যাত্রী আহত হন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগেছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে চলছে শোকের মাতম। তাঁর মৃত্যুর খবর পেয়ে দলীয় নেতা-কর্মীরা ও এলাকাবাসী তাঁর বাড়িতে জড়ো হচ্ছেন। সাম্যর মৃত্যু যেন কেউই মেনে নিতে পারছেন না।
১৪ মিনিট আগে