Ajker Patrika

দাউদকান্দিতে ট্রাকসহ চোরাই মালামাল জব্দ, গ্রেপ্তার ৪ 

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক ও চোরাই মালামালসহ চোরচক্রের ৪ সদস্যকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা-পুলিশ। গতকাল সোমবার ভোরে উপজেলার সতানন্দী গ্ৰাম সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোলপ্লাজা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঞা বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া মালামালের মূল্য প্রায় ৫ লাখ টাকা। আর আটকেরা হলেন ঝালকাঠির নলছিটি উপজেলার সোহেল শিকদার (৩২), বরিশাল সদর থানার আরিফ মোল্লা (২৮), একই থানার মিঠু হাওলাদার (২৫), বরিশালের উজিরপুর উপজেলার ট্রাকচালক হাওলাদার (৩০)।

ওসি আলমগীর ভূঞা আরও জানান, সোমবার ভোরে উপজেলার সতানন্দী গ্ৰাম সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী সন্দেহজনক একটি ট্রাক আটক করে টহলরত পুলিশ। এ সময় পুলিশ ট্রাকে তল্লাশি চালিয়ে সৌদি লিকুইড ওয়েল ২৪ টি, সৌদি লিকুইড সিএনজি অয়েল ১৭ টি, অটোরিশার সকেট জাম্পার ২ টি, পানির ১২ ভোল্টের ব্যাটারি ৬ টি, চায়না পাউডার ব্যাটারি ৭টি ও ১২ ভোল্টের ছয়টিসহ আরও বিপুল পরিমাণ মালামাল।

এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) আকবর বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত