সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বোরো ধানের বীজতলা থেকে এক কিশোরের হাতের রগ ও গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাড়িউড়া নোয়াবাড়ি এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ পাশের খালসংলগ্ন বীজতলা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই কিশোরের নাম সোহেল (১৫)। সে উপজেলা সদর ইউনিয়নের সৈয়দটুলা পশ্চিম পাড়া গ্রামের শামসু মিয়ার ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় পথচারী ও স্থানীয় কয়েকজন কৃষক বীজতলায় কিশোরের লাশ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ছেলেটিকে হত্যা করে এখানে ফেলে রেখেছে।
নিহতের ছোট ভাই সুমন জানান, গত বুধবার বিকেলে অটোরিকশাটি মালিককে বুঝিয়ে দিবে বলে বাড়ি থেকে বের হয় আমার ভাই। পরে আর সে বাড়ি ফেরেনি। অনেক খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে নোয়াবাড়ি এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের খালের পাড়ে মানুষের ভিড় দেখতে পেয়ে সেখানে গিয়ে তার লাশ দেখতে পাই।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসলাম হোসেন বলেন, উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বোরো ধানের বীজতলা থেকে এক কিশোরের হাতের রগ ও গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাড়িউড়া নোয়াবাড়ি এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ পাশের খালসংলগ্ন বীজতলা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই কিশোরের নাম সোহেল (১৫)। সে উপজেলা সদর ইউনিয়নের সৈয়দটুলা পশ্চিম পাড়া গ্রামের শামসু মিয়ার ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় পথচারী ও স্থানীয় কয়েকজন কৃষক বীজতলায় কিশোরের লাশ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ছেলেটিকে হত্যা করে এখানে ফেলে রেখেছে।
নিহতের ছোট ভাই সুমন জানান, গত বুধবার বিকেলে অটোরিকশাটি মালিককে বুঝিয়ে দিবে বলে বাড়ি থেকে বের হয় আমার ভাই। পরে আর সে বাড়ি ফেরেনি। অনেক খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে নোয়াবাড়ি এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের খালের পাড়ে মানুষের ভিড় দেখতে পেয়ে সেখানে গিয়ে তার লাশ দেখতে পাই।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসলাম হোসেন বলেন, উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নুরবাগ সিএনজি স্ট্যান্ড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৬ মিনিট আগেরাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে হত্যাচেষ্টা ও স্বর্ণ লুটের ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। ঘটনার এক সপ্তাহ পার হলেও দোষীদের শনাক্ত ও আইনের আওতায় না আনার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বর্ণ ব্যবসায়ীরা।
১০ মিনিট আগেনেত্রকোনার মোহনগঞ্জের একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ভাটার মালিককে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ টাকা জরিমানা করেন। আজ সোমবার বিকেলে জেলা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন ডিসিএস বিল্ডার্স নামের ইটভাটায় অভিযান চালানো হয়।
১৬ মিনিট আগেখুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্রুপে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসেইন শওকত আজ সোমবার সংগঠনটির দায়িত্ব নেন। গত ২৯ ডিসেম্বর সাধারণ ব্যবসায়ীদের বের করে দিয়ে...
১৯ মিনিট আগে