Ajker Patrika

পদ্মাসেতু নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার যুবক, স্ত্রীর দাবি প্রতিহিংসা 

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৩ আগস্ট ২০২২, ০৯: ০৬
পদ্মাসেতু নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার যুবক, স্ত্রীর দাবি প্রতিহিংসা 

ফেসবুকে পদ্মাসেতু ও পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তারকৃত নোয়াখালীর হাতিয়ায় তাজুল ইসলাম তপনকে প্রতিহিংসার কারণে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী। তপনের সঙ্গে তাঁর বড় ভাই বেলাল উদ্দিন কামালের জমি নিয়ে বিরোধ ছিল বলে দাবি করেছেন তপনের স্ত্রী সোনিয়া পিংকি। 

তপনের পরিবারের দাবি জমি নিয়ে বিরোধের জেরে কামালের ছেলে কামরুল হাসানের পরিকল্পনা অনুযায়ী তপনকে লোকজন দিয়ে আটকের পর পুলিশে সোপর্দ করে কামালের ছেলে কামরুল। তপনের স্ত্রী সোনিয়া পিংকি জানান, ঢাকার একটি প্রতিষ্ঠানে চাকরি করেন তপন। গত বুধবার চাকরিতে যোগদানের উদ্দেশ্যে ছুটির শেষ দিন মঙ্গলবার তপনসহ তিনি ঢাকা যাওয়ার জন্য হাতিয়ার তমরদ্দি ঘাটে যান। ঘটে পৌঁছামাত্র কামরুলের লোকজন তাদের আটক করে। তারপর, তপন ফেসবুকে সরকারবিরোধী বিভিন্ন পোস্ট দেয়—এমন তথ্য দিয়ে তাকে পুলিশে সোপর্দ করে তাঁরা। 

সোনিয়া পিংকি আরও বলেন, ‘৬ ভাইয়ের মধ্যে তপন সবার ছোট। তপনের সঙ্গে ৮ শতাংশ জমি নিয়ে তাঁর বড় ভাই বেলাল উদ্দিন কামালের সঙ্গে বিরোধ ছিল। জমিটুকু তপনের হলেও তা নিজেদের বলে দাবি করে আগেও কয়েকবার তপনের সঙ্গে ঝামেলা করে কামালের ছেলে কামরুল হাসান। ওই বিরোধের জেরেই কামরুল পরিকল্পনা করে তপনকে পুলিশে ধরিয়ে দিয়ে পরদিনই ওই জমিতে ধান চাষ করে ফেলেছে।’ ব্যক্তিগত শত্রুতাকে পুঁজি করে তার স্বামী তপনকে ফাঁসানো হয়েছে বলে তিনি তাঁর মুক্তি দাবি করেন। 

হাতিয়া থানা সূত্রে জানা গেছে, প্রাথমিক তথ্য পাওয়ায় ফৌজধারী কার্যবিধির ৫৪ ধারায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। 

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ‘স্থানীয় লোকজন তপনকে থানায় সোপর্দ করার পর তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাঁর ব্যবহৃত মোবাইলটি পরীক্ষার জন্য ঢাকায় সিআইডির ফরেনসিকে পাঠানো হয়েছে। আটকের পরদিন বুধবার ৫৪ ধারায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে তাকে হাতিয়া কারাগারে পাঠানো হয়েছে।’ 

উল্লেখ্য, এর আগে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেছিলেন, ‘আটক তপন ঢাকায় একটি ব্যাংকে চাকরি করার সুবাদে ঢাকায় থাকেন। পদ্মা সেতু উদ্বোধনের আগে ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পদ্মা সেতু নিয়ে তাঁর ফেসবুকে কটূক্তিমূলক একাধিক পোস্ট করেন। আমরা তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করার পর অনেকগুলো সরকারবিরোধী পোস্ট পেয়েছি। তাঁর এই পোস্টগুলো হাতিয়ার লোকজনের নজরে আসে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত