Ajker Patrika

কোম্পানীগঞ্জে দু চেয়ারম্যান প্রার্থীসহ ৮ জনের মনোনয়নপত্র বাতিল

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
কোম্পানীগঞ্জে দু চেয়ারম্যান প্রার্থীসহ ৮ জনের মনোনয়নপত্র বাতিল

৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আজ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই পর্বে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দু’চেয়ারম্যান প্রার্থীসহ ৮ জনের মনোনয়নপত্র বাতিল করেছে স্ব স্ব ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা। 

মনোনয়নপত্র বাতিলকৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ১ নম্বর সিরাজপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মাইন উদ্দিন মামুন ও ৫ নম্বর চরফকিরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা সলিম উল্যাহ টেলু। তারা দু’জনই ব্যাংকের ঋণ খেলাপি হওয়ার কারণে মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তা জানান। ৮ ইউনিয়নে ৬ জন সাধারণ সদস্য প্রার্থীর ৪ জনের ঋণ খেলাপির দায়ে এবং দু’জনের ২৫ বছর পূর্ণ না হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

মনোনয়নপত্র বাতিল হওয়া সাধারণ সদস্যরা হচ্ছে, ২ নম্বর চরপার্বতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আইয়ুব নবী, ৫ নম্বর চরফকিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের এনামুল হক, ৮ নম্বর ওয়ার্ডের মো. নুরুল ইসলাম, ৮ নম্বর চরএলাহী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. ইসহাক, ৬ নম্বর রামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নামজাদা হাবীব আনোয়ার এবং ৪ নম্বর চরকাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেন। 

কোম্পানীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান ৪৩ জন, সংরক্ষিত নারী মেম্বার ৮৬ জন ও সাধারণ ওয়ার্ডে মেম্বার প্রার্থী ৩২৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ৭ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত