Ajker Patrika

চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রাম নগরীতে ভাড়া বাসা থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী পলাতক থাকলেও প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে ধারণা পুলিশের। আজ শনিবার সকালে নগরীর আসকারদীঘির পাড় এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত গৃহবধূর নাম অর্পিতা মজুমদার তরি (২৩)। তিনি সেখানে স্বামী রাজন দাসের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। রাজন দাস ফটিকছড়ি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির শনিবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘ওই নারীর সঙ্গে তাঁর স্বামীর বিভিন্ন সময় ঝগড়াঝাঁটি হতো। সকালে হ্যাংগিং অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করছি, ওই নারী আত্মহত্যা করেছেন। এরপরও মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

ওসি আরও বলেন, ‘এই ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। যেহেতু পারিবারিক কলহের জেরে ওই নারী আত্মহত্যা করেছেন। এখন নিহত পরিবারের ওপর মামলার বিষয়টি নির্ভর করছে। তাঁরা আত্মহত্যা প্ররোচনামূলক মামলা দিলে আমরা গ্রহণ করব।’ 

ঘটনাস্থলে পরিদর্শনকারী কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে স্থানীয়দের খবর দেওয়ার ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাড়া বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে। এর আগে বাসাটিতে ওই নারীর ৫ বছর বয়সী সন্তান ঘুম থেকে উঠে তাঁর মাকে দেখে চিৎকার করেন। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ঘরে ঢুকে ওই নারীকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামান। এ ঘটনার স্বামী পলাতক রয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত