Ajker Patrika

যারা দুর্নীতি করেছে তাদেরকে জনগণ ক্ষমতায় দেখতে চায় না: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
যারা দুর্নীতি করেছে তাদেরকে জনগণ ক্ষমতায় দেখতে চায় না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘যারা নদী ভাঙনরোধে কাজ করেননি, যারা মানুষের দুঃখ কষ্ট লাগবে কাজ করেননি, যারা ক্ষমতায় থেকে দুর্নীতি করেছে এবং এতিমের অর্থ আত্মসাৎ করেছে, তাদেরকে জনগণ আর কখনো ক্ষমতায় দেখতে চায় না। যে সরকারের সময়ে গত ১০০ বছরের চাইতে বেশি উন্নয়ন হয়েছে, সে সরকারকে বারবার ক্ষমতায় চায় জনগণ। আর সে সরকার হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার।’

আজ মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর শহরের উত্তর শ্রীরামীদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চাঁদপুর পৌর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালে জাতির পিতার হত্যাকারী, শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টাকারী ও ২০১৩-১৪ সালের অগ্নি সন্ত্রাসী বিএনপি-জামায়াত আন্দোলনের নামে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সেই অপশক্তিকে রুখে দেওয়া হবে।’

মন্ত্রী বলেন, ‘আজকে দেশের প্রত্যেকটি মানুষের গায়ে জামা আছে, স্বাস্থ্য সেবা পাচ্ছে, যাদের ঘর নেই তাদেরকে ঘর করে দেওয়া হচ্ছে, বছরের শুরুতে বাচ্চাদেরকে বই দেওয়া হচ্ছে, দরিদ্র শিক্ষার্থীদেরকে বৃত্তি দেওয়া হচ্ছে এবং মানুষ এখন আর না খেয়ে থাকে না। কিন্তু একটি অপশক্তি বারবার এই উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। শেখ হাসিনার সরকার পদ্মা সেতুর মতো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে দেখিয়েছে আমরা পারি। আমরা কারো পিছু হাঁটি না।’

সমাবেশে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগ সভাপতি রাধা গোবিন্দ গোপ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন—জেলা আওয়ামী লীগ সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভুঁইয়া, পৌর মেয়র জিল্লুর রহমান, প্যানেল মেয়র অ্যাড. হেলাল হোসাইন, চাঁদপুর সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত