Ajker Patrika

উখিয়া রোহিঙ্গা শিবিরে আরেক যুবককে গুলি করে হত্যা  

কক্সবাজার প্রতিনিধি
উখিয়া রোহিঙ্গা শিবিরে আরেক যুবককে গুলি করে হত্যা  

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে মোহাম্মদ আইয়ুব (২৫) নামের আরও এক যুবককে গুলি ও ছুরিকাঘাতে খুন করা হয়েছে। এ নিয়ে আজ বৃহস্পতিবার হেড মাঝিসহ তিনজন খুন হলেন। এ ঘটনায় ক্যাম্পে সাধারণ রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীদের হামলায় আরও দুই রোহিঙ্গা আহত হয়েছেন। 

নিহত মোহাম্মদ আয়ুব ১৫ নম্বর ক্যাম্পের ই/৬ ব্লকের মোহাম্মদ সাদিকের ছেলে। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে ১০–১২ জনের একদল রোহিঙ্গা দুষ্কৃতকারী জামতলী ১৫ নম্বর ক্যাম্পের ই ব্লকে হামলা চালায়। দুষ্কৃতকারীরা আয়ুবকে ছুরিকাঘাত ও গুলি করে। এতে ঘটনাস্থলেই নিহত হয় আয়ুব। এ ঘটনায় আরও দুজন রোহিঙ্গা গুরুতর আহত হয়। আহতদের কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জামতলী রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মিডিয়া সেলের প্রধান এএসপি সালাহউদ্দিন কাদের জানান, ঘটনার পরপরই ক্যাম্পে এপিবিএন পুলিশের পাহারা জোরদার করা হয়েছে।

এর আগে, আজ ভোরে উখিয়ার ১৭ ও ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে আব্দুল্লাহ এবং ছুরিকাঘাত ও গুলিতে নাদির হোসেন নামে ক্যাম্পের হেড মাঝি (রোহিঙ্গা কমিউনিটি নেতা) নিহত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পোশাকের পর অস্ত্র প্রশিক্ষণও পাচ্ছেন ভারপ্রাপ্ত এডিরা

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

গ্যাসের চুলা থেকে ছড়ায় বেনজিন, ক্যানসারসহ নানা রোগের ঝুঁকি: গবেষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত