কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় পাশের গ্রামের এক বাড়ি থেকে তানভীর আহমেদ ভূঁইয়া (৩২) নামের এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার বাড়েরা ইউনিয়নের গড়ামারা গ্রামে এই ঘটনা ঘটে।
অভিযোগ পাওয়া গেছে, ওই বাড়িতে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালালে তাঁর স্বামীর সঙ্গে তানভীরের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মারধরের শিকার হয়ে তিনি মারা যান। তবে তানভীরের স্বজনদের দাবি, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
তানভীর আহমেদ ভূঁইয়া বাড়েরা ইউনিয়নের গনিপুর গ্রামের বাবুল ভূঁইয়ার ছেলে। তিনি ওই ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। আজ বুধবার সকালে তাঁর লাশ উদ্ধারসহ জিজ্ঞাসাবাদের জন্য সেলিম মিয়া (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, খবর পেয়ে আজ বুধবার সকালে গড়ামারা গ্রাম থেকে তানভীরের লাশ উদ্ধার করা হয়েছে। ওই এলাকা ঘনবসতিপূর্ণ হলেও এই হত্যাকাণ্ডের বিষয়ে স্থানীয় কেউ কিছুই বলতে পারছে না। তবে তানভীরের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।
এদিকে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ বলেন, রাত ২টার দিকে তানভীর তাঁর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তাঁর স্বামীর সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাঁর স্বামীর মারধরে তানভীর অচেতন হয়ে পড়েন।
তানভীরের মা নিলুফা বেগম দাবি করেন, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ওই মহিলা যা বলছে, তা মোটেও সত্য না। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।’
এ বিষয়ে জানতে চাইলে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মেদ সন্জুর মোর্শেদ আজকের পত্রিকাকে বলেন, পূর্ব শত্রুতার জেরে তানভীর আহমেদ ভূঁইয়া নামের এক যুবককে হত্যা করা হয়েছে। তানভীরের বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ সেলিম নামের একজনকে আটক করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কুমিল্লার চান্দিনায় পাশের গ্রামের এক বাড়ি থেকে তানভীর আহমেদ ভূঁইয়া (৩২) নামের এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার বাড়েরা ইউনিয়নের গড়ামারা গ্রামে এই ঘটনা ঘটে।
অভিযোগ পাওয়া গেছে, ওই বাড়িতে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালালে তাঁর স্বামীর সঙ্গে তানভীরের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মারধরের শিকার হয়ে তিনি মারা যান। তবে তানভীরের স্বজনদের দাবি, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
তানভীর আহমেদ ভূঁইয়া বাড়েরা ইউনিয়নের গনিপুর গ্রামের বাবুল ভূঁইয়ার ছেলে। তিনি ওই ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। আজ বুধবার সকালে তাঁর লাশ উদ্ধারসহ জিজ্ঞাসাবাদের জন্য সেলিম মিয়া (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, খবর পেয়ে আজ বুধবার সকালে গড়ামারা গ্রাম থেকে তানভীরের লাশ উদ্ধার করা হয়েছে। ওই এলাকা ঘনবসতিপূর্ণ হলেও এই হত্যাকাণ্ডের বিষয়ে স্থানীয় কেউ কিছুই বলতে পারছে না। তবে তানভীরের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।
এদিকে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ বলেন, রাত ২টার দিকে তানভীর তাঁর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তাঁর স্বামীর সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাঁর স্বামীর মারধরে তানভীর অচেতন হয়ে পড়েন।
তানভীরের মা নিলুফা বেগম দাবি করেন, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ওই মহিলা যা বলছে, তা মোটেও সত্য না। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।’
এ বিষয়ে জানতে চাইলে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মেদ সন্জুর মোর্শেদ আজকের পত্রিকাকে বলেন, পূর্ব শত্রুতার জেরে তানভীর আহমেদ ভূঁইয়া নামের এক যুবককে হত্যা করা হয়েছে। তানভীরের বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ সেলিম নামের একজনকে আটক করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চট্টগ্রাম শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে তন্ন তন্ন করে খুঁজে না পাওয়া চট্টগ্রাম সিটি কাউন্সিলের (চসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জহুরুল আলম জসিম ঢাকার বিলাসবহুল একটি অ্যাপার্টমেন্টে আত্মগোপনে ছিলেন। জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানের পর তিনি চট্টগ্রাম ছেড়ে পালিয়ে সেখানে যান...
১৪ মিনিট আগেযশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বেতালপাড়া বাজারে এ ঘটনা ঘটে। এতে অন্তত ৩ জন আহত হন।
১৮ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে বছরের সব সময়ই কমবেশি পর্যটক থাকে। তবে সবচেয়ে বেশি মুখরিত থাকে অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত। কিন্তু এবার চলতি মার্চ মাসেও পর্যটকের দেখা পাওয়া যাচ্ছে না। রমজানের শুরু থেকেই শূন্য হয়ে পড়েছে সৈকত। এতে বেকার দিন কাটাচ্ছেন পর্যটন-সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
২৯ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রশাসন ভবন অবরোধ করে বিক্ষোভ করছেন মাস্টার রোলে কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা। আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টা থেকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের ফটকে তাঁরা এ কর্মসূচি পালন শুরু করেন। এতে প্রশাসন ভবনে অবরুদ্ধ হয়ে...
৩০ মিনিট আগে