Ajker Patrika

কক্সবাজারে সামাজিক অনুষ্ঠান থেকে ৬৩ রোহিঙ্গা আটক, ১৯ বিদেশির পাসপোর্ট জব্দ

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১২: ০৪
কক্সবাজারে সামাজিক অনুষ্ঠান থেকে ৬৩ রোহিঙ্গা আটক, ১৯ বিদেশির পাসপোর্ট জব্দ

কক্সবাজারের একটি আবাসিক হোটেলে প্রশাসনের অনুমতি না নিয়ে সামাজিক অনুষ্ঠান করায় ৬৩ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। ওই অনুষ্ঠানে যোগ দেওয়া ১৯ বিদেশি নাগরিকের পাসপোর্ট জব্দ করা হয়েছে। গতকাল রোববার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত কলাতলীর হোটেল সি পার্ল-২ তে এ অভিযান চালানো হয়। 

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। 

অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, হোটেল সি পার্ল-২ তে প্রশাসনের অনুমতি না নিয়ে আশ্রয় শিবিরের বেশ কয়েকজন রোহিঙ্গা মেজবান উপলক্ষে জড়ো হয়েছে এমন খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে ৬৩ রোহিঙ্গাকে আটক করা হয়। এ সময় ১৯ বিদেশি নাগরিকের পাসপোর্ট জব্দ করা হয়। ঘটনাস্থলে পাওয়া যায় অনুষ্ঠান আয়োজনের নানা সামগ্রী এবং রান্না করা খাবার। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেলটির ম্যানেজারসহ কর্মচারীরা পালিয়ে যান। 

রফিকুল ইসলাম বলেন, যাচাই-বাছাইয়ের জন্য বিদেশি নাগরিকদের পাসপোর্ট জব্দ এবং আটক রোহিঙ্গাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আটক রোহিঙ্গাদের ব্যাপারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

পুলিশ জানায়, বিদেশি নাগরিকদের মধ্যে ১১ জন রোহিঙ্গা বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান, ৭ জন যুক্তরাষ্ট্রের নাগরিক, একজন জন্মসূত্রে অস্ট্রেলিয়ান। 
 
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রোহিঙ্গা আশ্রয় শিবিরের দুই তরুণীর সঙ্গে অস্ট্রেলিয়ান দুই নাগরিকের বিয়ে উপলক্ষে ওই সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর আব্দুল হামিদ (৩২) ও মোহাম্মদ ইলিয়াছ (২৪)। তাঁরা মিয়ানমারের রোহিঙ্গা বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক। তাঁদের আত্মীয়-স্বজনেরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছেন। আর কনে খতিজা বেগম (১৬) ও হাসিনা আক্তার (১৭) উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। 

সামাজিক অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য খাবারের আয়োজন করা হয়। ছবি: আজকের পত্রিকাহোটেলটির নিরাপত্তার দায়িত্বে থাকা জয়নাল আবেদীন বলেন, বিদেশি ১৯ নাগরিক প্রায় ১ মাস ধরে হোটেলে অবস্থান করছেন। রোববার সকালে হোটেলে আসার পর দেখতে পাই রোহিঙ্গারা খাবারের আয়োজন করছে। অনুষ্ঠান উপলক্ষে এসব রোহিঙ্গা একটি বড় আকারের গরু ও একটি মহিষ জবাই করেছে। 

জয়নাল আবেদীন আরও বলেন, পুলিশ আসার পরপরই হোটেল ম্যানেজারসহ কর্মচারীরা পালিয়ে গেছেন। এটি বিয়ে না মেজবান তাঁরাই ভালো বলতে পারবেন। 

তবে বিয়ের অনুষ্ঠানের বিষয়টি অস্বীকার করে আটক উখিয়া উপজেলার বালুখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হামিদা বেগম বলেন, ‘অস্ট্রেলিয়া থেকে আসা আব্দুল হামিদ তাঁদের আত্মীয়। তাঁর বাবার বার্ষিক কুলখানি উপলক্ষে মেজবানের আয়োজন ছিল। মেজবানের নিমন্ত্রণ খেতে তাঁরা হোটেলে এসেছিলেন। মেজবান খেয়েই তাঁদের ক্যাম্পে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু তাঁর আগেই পুলিশ হোটেলে এসে তাঁদের আটক করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত