প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)
চাঁদপুরের হাজীগঞ্জে আদর্শ বনলতা নার্সারি দিয়ে মাত্র ৮ মাসে প্রায় অর্ধকোটি টাকা আয়ের স্বপ্ন দেখছেন ইসহাক পাটওয়ারী। এ পর্যন্ত প্রায় ২০ লাখ টাকা খরচ করে দুই শতাধিকের বেশি দেশি-বিদেশি প্রজাতির গাছের চারা উৎপাদন করেন তিনি। বর্তমানে তাঁর নার্সারিতে কাজ করছে ৫ জন শ্রমিক।
সরেজমিনে নার্সারিতে গিয়ে দেখা যায়, হাজীগঞ্জের ধেররা ব্রিজ সংলগ্ন এলাকায় প্রায় দেড় একর জায়গা নিয়ে গড়ে উঠেছে আদর্শ বনলতা নার্সারি। নার্সারিতে ৫ জন শ্রমিক ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা পরিচর্যা করছেন। নার্সারির এক কর্নারে কাজ করছেন ইসহাক পাটওয়ারী।
নার্সারি নিয়ে ইসহাক পাটওয়ারীর সঙ্গে কথা হলে তিনি বলেন, চলতি বছরের শুরুতে প্রায় দেড় একর জায়গা এবং বছরে ১ লাখ টাকা ভাড়া নিয়ে নার্সারি শুরু করি। এ পর্যন্ত প্রায় ২০ লাখ টাকা খরচ করে দুই শতাধিকের বেশি দেশি-বিদেশি প্রজাতির গাছের চারা উৎপাদন করতে সক্ষম হয়েছি।
বর্তমানে এ নার্সারিতে প্রায় ২০০ জাতের দেশি-বিদেশি গাছের চারা রয়েছে। এগুলোর মধ্যে ৩০ জাতের দেশি-বিদেশি আমের চারা রয়েছে। এ ছাড়া চায়না-৩ লিচু, বেদানা লিচু, মুম্বাই লিচু, জাম, ভিয়েতনামের কাঁঠাল, পেয়ারা, সাতকরা, থাই পেয়ারা, লটকন, আমলকী, কতবেল, পেঁপে, সফেদা, ভিয়েতনামের নারিকেল, জামরুল, থাই মিষ্টি তেঁতুল, ডালিম, আপেল, সাদা আপেল, কমলা, নাশপাতি, বেল, চালতা, আমড়া, ড্রাগন ফল, করমচা, চায়না কমলা, কাশ্মীরি কুল, বাউকুলসহ প্রায় শতাধিক ফলের চারা রয়েছে। এ ছাড়া বর্তমানে এ নার্সারিতে ১৫ হাজার নারিকেল, ২৫ হাজার সুপারি এবং বাকি জায়গায় বিভিন্ন বনজ, ফলদ, ঔষধি ও ফুলের চারা রয়েছে।
ফুলের মধ্যে থাই গোলাপ, রজনীগন্ধা, চায়না টগর, হাসনাহেনা, বকুল, কৃষ্ণচূড়া, বেলি, গন্ধরাজ, জবা, ক্রিসমাস ট্রি, পাতাবাহার, ঝাউ গাছসহ প্রায় শতাধিক প্রজাতির চারা রয়েছে। ফুলের চারা ছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির ঔষধি গাছ।
ইসহাক পাটওয়ারী আরও বলেন, মূলত চাঁদপুর পুলিশ ফাঁড়ির সরকারি নার্সারির পরিচর্যা দেখে বরিশাল এলাকায় যাই। সেখানে কয়েক বছর নার্সারিতে কাজ করে মোটামুটি অভিজ্ঞতা নিয়ে আদর্শ বনলতা নার্সারি গড়ে তুলেছি। সব ঠিক থাকলে আগামী বছরের মধ্যে মাত্র ৮ মাসে ৪৫ থেকে ৫০ লাখ টাকার চারা বিক্রি করতে পারব।
এ নার্সারিতে কর্মরত শ্রমিক মোজাম্মেল বলেন, এখানে বিভিন্ন ফল, ফুল, ওষধি, বনজী, মেহগনি, শাল, আকাশি, গর্জনসহ প্রায় ২০০ প্রজাতির দেশি-বিদেশি গাছের চারা রয়েছে। এখানে আমরা ৫ জন লোক প্রতিদিন পরিচর্যার কাজ করি।
হাজীগঞ্জ উপজেলা বন বিভাগের কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, নার্সারির মালিক চারা সম্পর্কে জানার জন্য আমার সঙ্গে যোগাযোগ করে। আমি দেশি প্রজাতির পাশাপাশি বিভিন্ন গাছের চারা বাড়ানোর জন্য পরামর্শ দেই। তবে নিয়মতান্ত্রিকভাবে পরিচর্যা করলে এ নার্সারি দেশে বৃক্ষের চাহিদা পূরণে বিশেষ অবদান রাখবে।
চাঁদপুরের হাজীগঞ্জে আদর্শ বনলতা নার্সারি দিয়ে মাত্র ৮ মাসে প্রায় অর্ধকোটি টাকা আয়ের স্বপ্ন দেখছেন ইসহাক পাটওয়ারী। এ পর্যন্ত প্রায় ২০ লাখ টাকা খরচ করে দুই শতাধিকের বেশি দেশি-বিদেশি প্রজাতির গাছের চারা উৎপাদন করেন তিনি। বর্তমানে তাঁর নার্সারিতে কাজ করছে ৫ জন শ্রমিক।
সরেজমিনে নার্সারিতে গিয়ে দেখা যায়, হাজীগঞ্জের ধেররা ব্রিজ সংলগ্ন এলাকায় প্রায় দেড় একর জায়গা নিয়ে গড়ে উঠেছে আদর্শ বনলতা নার্সারি। নার্সারিতে ৫ জন শ্রমিক ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা পরিচর্যা করছেন। নার্সারির এক কর্নারে কাজ করছেন ইসহাক পাটওয়ারী।
নার্সারি নিয়ে ইসহাক পাটওয়ারীর সঙ্গে কথা হলে তিনি বলেন, চলতি বছরের শুরুতে প্রায় দেড় একর জায়গা এবং বছরে ১ লাখ টাকা ভাড়া নিয়ে নার্সারি শুরু করি। এ পর্যন্ত প্রায় ২০ লাখ টাকা খরচ করে দুই শতাধিকের বেশি দেশি-বিদেশি প্রজাতির গাছের চারা উৎপাদন করতে সক্ষম হয়েছি।
বর্তমানে এ নার্সারিতে প্রায় ২০০ জাতের দেশি-বিদেশি গাছের চারা রয়েছে। এগুলোর মধ্যে ৩০ জাতের দেশি-বিদেশি আমের চারা রয়েছে। এ ছাড়া চায়না-৩ লিচু, বেদানা লিচু, মুম্বাই লিচু, জাম, ভিয়েতনামের কাঁঠাল, পেয়ারা, সাতকরা, থাই পেয়ারা, লটকন, আমলকী, কতবেল, পেঁপে, সফেদা, ভিয়েতনামের নারিকেল, জামরুল, থাই মিষ্টি তেঁতুল, ডালিম, আপেল, সাদা আপেল, কমলা, নাশপাতি, বেল, চালতা, আমড়া, ড্রাগন ফল, করমচা, চায়না কমলা, কাশ্মীরি কুল, বাউকুলসহ প্রায় শতাধিক ফলের চারা রয়েছে। এ ছাড়া বর্তমানে এ নার্সারিতে ১৫ হাজার নারিকেল, ২৫ হাজার সুপারি এবং বাকি জায়গায় বিভিন্ন বনজ, ফলদ, ঔষধি ও ফুলের চারা রয়েছে।
ফুলের মধ্যে থাই গোলাপ, রজনীগন্ধা, চায়না টগর, হাসনাহেনা, বকুল, কৃষ্ণচূড়া, বেলি, গন্ধরাজ, জবা, ক্রিসমাস ট্রি, পাতাবাহার, ঝাউ গাছসহ প্রায় শতাধিক প্রজাতির চারা রয়েছে। ফুলের চারা ছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির ঔষধি গাছ।
ইসহাক পাটওয়ারী আরও বলেন, মূলত চাঁদপুর পুলিশ ফাঁড়ির সরকারি নার্সারির পরিচর্যা দেখে বরিশাল এলাকায় যাই। সেখানে কয়েক বছর নার্সারিতে কাজ করে মোটামুটি অভিজ্ঞতা নিয়ে আদর্শ বনলতা নার্সারি গড়ে তুলেছি। সব ঠিক থাকলে আগামী বছরের মধ্যে মাত্র ৮ মাসে ৪৫ থেকে ৫০ লাখ টাকার চারা বিক্রি করতে পারব।
এ নার্সারিতে কর্মরত শ্রমিক মোজাম্মেল বলেন, এখানে বিভিন্ন ফল, ফুল, ওষধি, বনজী, মেহগনি, শাল, আকাশি, গর্জনসহ প্রায় ২০০ প্রজাতির দেশি-বিদেশি গাছের চারা রয়েছে। এখানে আমরা ৫ জন লোক প্রতিদিন পরিচর্যার কাজ করি।
হাজীগঞ্জ উপজেলা বন বিভাগের কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, নার্সারির মালিক চারা সম্পর্কে জানার জন্য আমার সঙ্গে যোগাযোগ করে। আমি দেশি প্রজাতির পাশাপাশি বিভিন্ন গাছের চারা বাড়ানোর জন্য পরামর্শ দেই। তবে নিয়মতান্ত্রিকভাবে পরিচর্যা করলে এ নার্সারি দেশে বৃক্ষের চাহিদা পূরণে বিশেষ অবদান রাখবে।
নাটোরের বড়াইগ্রামে জুলাই আন্দোলনের পুরো সময় সরব থাকা গিয়াস উদ্দিন মনিরের দুটি কিডনি অচল হয়ে গেছে। আন্দোলনকালে তাঁর পায়ে লাগা আঘাত থেকে এই অবস্থা হয়েছে বলে চিকিৎসক সূত্রে জানা গেছে। মনির বনপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মালিপাড়ার সিরাজুল ইসলামের ছেলে। তিনি বনপাড়া পৌরসভার সদ্য সাবেক কাউন্সিলর।
২ মিনিট আগেজুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর এবং কোষাধ্যক্ষ ওয়াকার আহমেদের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা।
১৪ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে আগুনে পুড়ে যাওয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় দখল করে নিয়েছেন বিএনপির নেতারা। তাঁরা সেখানে ‘চর উন্নয়ন কমিটি, উলিপুর উপজেলা শাখা’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছেন। গতকাল রোববার বিকেলে সাইনবোর্ডটি লাগানো হয়। আজ সোমবার সকালেও এটি সেখানে ছিল।
১ ঘণ্টা আগেপ্রাথমিক শিক্ষা পদক ২০২৪-এর শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন শিউলি সুলতানা। গর্বের এই পদকটি বাবার হাতে তুলে দিতে চেয়েছিলেন তিনি। আর এ আনন্দ নিয়ে গতকাল রোববার রাতে ঢাকা থেকে গ্রামের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলায় ফিরছিলেন। কিন্তু রাত ১০টার দিকে খবর পান তাঁর ৮৫ বছর বয়সী বাবা আব্বাস আলী আর বেঁচে নেই।
১ ঘণ্টা আগে