প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)
চাঁদপুরের হাজীগঞ্জে আদর্শ বনলতা নার্সারি দিয়ে মাত্র ৮ মাসে প্রায় অর্ধকোটি টাকা আয়ের স্বপ্ন দেখছেন ইসহাক পাটওয়ারী। এ পর্যন্ত প্রায় ২০ লাখ টাকা খরচ করে দুই শতাধিকের বেশি দেশি-বিদেশি প্রজাতির গাছের চারা উৎপাদন করেন তিনি। বর্তমানে তাঁর নার্সারিতে কাজ করছে ৫ জন শ্রমিক।
সরেজমিনে নার্সারিতে গিয়ে দেখা যায়, হাজীগঞ্জের ধেররা ব্রিজ সংলগ্ন এলাকায় প্রায় দেড় একর জায়গা নিয়ে গড়ে উঠেছে আদর্শ বনলতা নার্সারি। নার্সারিতে ৫ জন শ্রমিক ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা পরিচর্যা করছেন। নার্সারির এক কর্নারে কাজ করছেন ইসহাক পাটওয়ারী।
নার্সারি নিয়ে ইসহাক পাটওয়ারীর সঙ্গে কথা হলে তিনি বলেন, চলতি বছরের শুরুতে প্রায় দেড় একর জায়গা এবং বছরে ১ লাখ টাকা ভাড়া নিয়ে নার্সারি শুরু করি। এ পর্যন্ত প্রায় ২০ লাখ টাকা খরচ করে দুই শতাধিকের বেশি দেশি-বিদেশি প্রজাতির গাছের চারা উৎপাদন করতে সক্ষম হয়েছি।
বর্তমানে এ নার্সারিতে প্রায় ২০০ জাতের দেশি-বিদেশি গাছের চারা রয়েছে। এগুলোর মধ্যে ৩০ জাতের দেশি-বিদেশি আমের চারা রয়েছে। এ ছাড়া চায়না-৩ লিচু, বেদানা লিচু, মুম্বাই লিচু, জাম, ভিয়েতনামের কাঁঠাল, পেয়ারা, সাতকরা, থাই পেয়ারা, লটকন, আমলকী, কতবেল, পেঁপে, সফেদা, ভিয়েতনামের নারিকেল, জামরুল, থাই মিষ্টি তেঁতুল, ডালিম, আপেল, সাদা আপেল, কমলা, নাশপাতি, বেল, চালতা, আমড়া, ড্রাগন ফল, করমচা, চায়না কমলা, কাশ্মীরি কুল, বাউকুলসহ প্রায় শতাধিক ফলের চারা রয়েছে। এ ছাড়া বর্তমানে এ নার্সারিতে ১৫ হাজার নারিকেল, ২৫ হাজার সুপারি এবং বাকি জায়গায় বিভিন্ন বনজ, ফলদ, ঔষধি ও ফুলের চারা রয়েছে।
ফুলের মধ্যে থাই গোলাপ, রজনীগন্ধা, চায়না টগর, হাসনাহেনা, বকুল, কৃষ্ণচূড়া, বেলি, গন্ধরাজ, জবা, ক্রিসমাস ট্রি, পাতাবাহার, ঝাউ গাছসহ প্রায় শতাধিক প্রজাতির চারা রয়েছে। ফুলের চারা ছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির ঔষধি গাছ।
ইসহাক পাটওয়ারী আরও বলেন, মূলত চাঁদপুর পুলিশ ফাঁড়ির সরকারি নার্সারির পরিচর্যা দেখে বরিশাল এলাকায় যাই। সেখানে কয়েক বছর নার্সারিতে কাজ করে মোটামুটি অভিজ্ঞতা নিয়ে আদর্শ বনলতা নার্সারি গড়ে তুলেছি। সব ঠিক থাকলে আগামী বছরের মধ্যে মাত্র ৮ মাসে ৪৫ থেকে ৫০ লাখ টাকার চারা বিক্রি করতে পারব।
এ নার্সারিতে কর্মরত শ্রমিক মোজাম্মেল বলেন, এখানে বিভিন্ন ফল, ফুল, ওষধি, বনজী, মেহগনি, শাল, আকাশি, গর্জনসহ প্রায় ২০০ প্রজাতির দেশি-বিদেশি গাছের চারা রয়েছে। এখানে আমরা ৫ জন লোক প্রতিদিন পরিচর্যার কাজ করি।
হাজীগঞ্জ উপজেলা বন বিভাগের কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, নার্সারির মালিক চারা সম্পর্কে জানার জন্য আমার সঙ্গে যোগাযোগ করে। আমি দেশি প্রজাতির পাশাপাশি বিভিন্ন গাছের চারা বাড়ানোর জন্য পরামর্শ দেই। তবে নিয়মতান্ত্রিকভাবে পরিচর্যা করলে এ নার্সারি দেশে বৃক্ষের চাহিদা পূরণে বিশেষ অবদান রাখবে।
চাঁদপুরের হাজীগঞ্জে আদর্শ বনলতা নার্সারি দিয়ে মাত্র ৮ মাসে প্রায় অর্ধকোটি টাকা আয়ের স্বপ্ন দেখছেন ইসহাক পাটওয়ারী। এ পর্যন্ত প্রায় ২০ লাখ টাকা খরচ করে দুই শতাধিকের বেশি দেশি-বিদেশি প্রজাতির গাছের চারা উৎপাদন করেন তিনি। বর্তমানে তাঁর নার্সারিতে কাজ করছে ৫ জন শ্রমিক।
সরেজমিনে নার্সারিতে গিয়ে দেখা যায়, হাজীগঞ্জের ধেররা ব্রিজ সংলগ্ন এলাকায় প্রায় দেড় একর জায়গা নিয়ে গড়ে উঠেছে আদর্শ বনলতা নার্সারি। নার্সারিতে ৫ জন শ্রমিক ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা পরিচর্যা করছেন। নার্সারির এক কর্নারে কাজ করছেন ইসহাক পাটওয়ারী।
নার্সারি নিয়ে ইসহাক পাটওয়ারীর সঙ্গে কথা হলে তিনি বলেন, চলতি বছরের শুরুতে প্রায় দেড় একর জায়গা এবং বছরে ১ লাখ টাকা ভাড়া নিয়ে নার্সারি শুরু করি। এ পর্যন্ত প্রায় ২০ লাখ টাকা খরচ করে দুই শতাধিকের বেশি দেশি-বিদেশি প্রজাতির গাছের চারা উৎপাদন করতে সক্ষম হয়েছি।
বর্তমানে এ নার্সারিতে প্রায় ২০০ জাতের দেশি-বিদেশি গাছের চারা রয়েছে। এগুলোর মধ্যে ৩০ জাতের দেশি-বিদেশি আমের চারা রয়েছে। এ ছাড়া চায়না-৩ লিচু, বেদানা লিচু, মুম্বাই লিচু, জাম, ভিয়েতনামের কাঁঠাল, পেয়ারা, সাতকরা, থাই পেয়ারা, লটকন, আমলকী, কতবেল, পেঁপে, সফেদা, ভিয়েতনামের নারিকেল, জামরুল, থাই মিষ্টি তেঁতুল, ডালিম, আপেল, সাদা আপেল, কমলা, নাশপাতি, বেল, চালতা, আমড়া, ড্রাগন ফল, করমচা, চায়না কমলা, কাশ্মীরি কুল, বাউকুলসহ প্রায় শতাধিক ফলের চারা রয়েছে। এ ছাড়া বর্তমানে এ নার্সারিতে ১৫ হাজার নারিকেল, ২৫ হাজার সুপারি এবং বাকি জায়গায় বিভিন্ন বনজ, ফলদ, ঔষধি ও ফুলের চারা রয়েছে।
ফুলের মধ্যে থাই গোলাপ, রজনীগন্ধা, চায়না টগর, হাসনাহেনা, বকুল, কৃষ্ণচূড়া, বেলি, গন্ধরাজ, জবা, ক্রিসমাস ট্রি, পাতাবাহার, ঝাউ গাছসহ প্রায় শতাধিক প্রজাতির চারা রয়েছে। ফুলের চারা ছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির ঔষধি গাছ।
ইসহাক পাটওয়ারী আরও বলেন, মূলত চাঁদপুর পুলিশ ফাঁড়ির সরকারি নার্সারির পরিচর্যা দেখে বরিশাল এলাকায় যাই। সেখানে কয়েক বছর নার্সারিতে কাজ করে মোটামুটি অভিজ্ঞতা নিয়ে আদর্শ বনলতা নার্সারি গড়ে তুলেছি। সব ঠিক থাকলে আগামী বছরের মধ্যে মাত্র ৮ মাসে ৪৫ থেকে ৫০ লাখ টাকার চারা বিক্রি করতে পারব।
এ নার্সারিতে কর্মরত শ্রমিক মোজাম্মেল বলেন, এখানে বিভিন্ন ফল, ফুল, ওষধি, বনজী, মেহগনি, শাল, আকাশি, গর্জনসহ প্রায় ২০০ প্রজাতির দেশি-বিদেশি গাছের চারা রয়েছে। এখানে আমরা ৫ জন লোক প্রতিদিন পরিচর্যার কাজ করি।
হাজীগঞ্জ উপজেলা বন বিভাগের কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, নার্সারির মালিক চারা সম্পর্কে জানার জন্য আমার সঙ্গে যোগাযোগ করে। আমি দেশি প্রজাতির পাশাপাশি বিভিন্ন গাছের চারা বাড়ানোর জন্য পরামর্শ দেই। তবে নিয়মতান্ত্রিকভাবে পরিচর্যা করলে এ নার্সারি দেশে বৃক্ষের চাহিদা পূরণে বিশেষ অবদান রাখবে।
বালিথুবা পূর্ব ইউনিয়নের ইসলামপুর গ্রামের কৃষক আব্দুল মতিন বলেন, ‘গত বছর এক একর জমিতে পাট চাষ করেছিলাম। এ বছর চাষ করেছি ৭০ শতক জমিতে। কৃষি প্রণোদনা ও সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের পরামর্শ না পাওয়ায় পাট চাষে আগ্রহ হারাচ্ছি।’
৬ মিনিট আগেরাঙামাটিতে চাকরির দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে রুবেল চাকমা (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে তাঁকে আটক করা হয়। তিনি আনসার বাহিনী, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পোশাক গায়ে দিয়ে ছবি তুলে চাকরি দেওয়ার নামে বিভিন্নজনের কাছ থেকে টাকা...
৩১ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে মারা যাওয়া ফারিয়া তাসনিম জ্যোতির (৩২) দাফন সম্পন্ন হয়েছে। তিনি চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়া এলাকার বাসিন্দা ও পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার মৃত বাবলুর মেয়ে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা শহরে জ্যোতির মরদেহ নিয়ে পৌঁছান স্বজনেরা। এ সময় স্বজনদের...
১ ঘণ্টা আগেচাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির তিন নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির বেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে...
১ ঘণ্টা আগে