Ajker Patrika

চবিতে পরীক্ষা দিলেন বহিষ্কৃত দুই শিক্ষার্থী 

চবি প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১০: ০১
চবিতে পরীক্ষা দিলেন বহিষ্কৃত দুই শিক্ষার্থী 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বহিষ্কারের এক দিনের মাথায় দুই শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। তাঁরা হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র মাহমুদুল হাসান ইলিয়াস ও একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের নাহিদুল ইসলাম। তাঁরা দুজনই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী।

আজ বুধবার মাহমুদুল হাসান ইলিয়াস তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ৩০৯ নম্বর কোর্সে এবং নাহিদুল ইসলাম প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষার মৌখিক পরীক্ষায় অংশ নেন।

এর আগে গত সোমবার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় ১৮ শিক্ষার্থীকে বহিষ্কার করে জাবি কর্তৃপক্ষ। নিয়মানুযায়ী বহিষ্কারাদেশ চলাকালীন এসব শিক্ষার্থী কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে অংশ নিতে না পারার কথা।

এ বিষয়ে জানতে চাইলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি মোহাম্মদ মীর সাইফুদ্দীন খালেদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বেলা সাড়ে ৩টা পর্যন্ত ছিলাম। ওই ধরনের কোনো কাগজপত্র আসেনি। যদি কাগজ আসে, আমরা নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেব। বহিষ্কারের তথ্যও আমি জানতাম না, এখন শুনেছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সদস্যসচিব ড. রবিউল হাসান ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়মানুযায়ী তাঁরা পরীক্ষা দিতে পারার কথা না। বিষয়টি আমি আগামীকাল (বৃহস্পতিবার) খতিয়ে দেখব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত