টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহের জের ধরে তিন ছেলেমেয়েসহ নিজেও বিষপান করেছেন বাবা আনোয়ার হোসেন (৪০)। আজ রোববার ভোরে সাবরাং ইউনিয়নের শাহরীরদ্বীপ ৯ ওয়ার্ডের জালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাবা ও মেয়ে শিশু সুমাইয়া মারা গেছে। অপর দুই শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মৃত আনোয়ার হোসেন ওই এলাকার মৃত ফোরকান আহমদের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে আনোয়ার হোসেন ও তাঁর স্ত্রী রেহেনা আক্তারের মধ্যে কলহ চলছিল। এ নিয়ে গতকাল শনিবার আবারও ঝগড়া হয়। বিকেলে স্ত্রী বাড়ি ছেড়ে দূর সম্পর্কের চাচার বাসায় চলে গেলে আনোয়ার হোসেন তাঁর তিন শিশু ছেলেমেয়েকে জোরপূর্বক বিষপান করান। একই সঙ্গে নিজেও পান করেন। এতে আনোয়ার হোসেন ও তাঁর ৯ বছরের শিশু সুমাইয়ার মৃত্যু হয়। অপর দুই সন্তানকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় মেম্বার আব্দুস সালাম বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে টুকটাক ঝগড়া হতো। এ নিয়ে বেশ কয়েকবার কথা বলে সমাধানও করেছিলাম। গতকাল কলহ সৃষ্টি হলে রেহেনা আক্তার ছেলেমেয়েকে রেখে দূর সম্পর্কের চাচার বাসায় চলে যান। এরই জের ধরে বিষপানের ঘটনা ঘটান আনোয়ার। তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলে কলহের কারণ জানা যাবে।’
টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম বলেন, পারিবারিক কলহের জের ধরে বিষপানের ঘটনা ঘটান আনোয়ার হোসেন। এতে তাঁর ও মেয়েশিশুর মৃত্যু হয়। অপর দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
থানার পরিদর্শক আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন করছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহের জের ধরে তিন ছেলেমেয়েসহ নিজেও বিষপান করেছেন বাবা আনোয়ার হোসেন (৪০)। আজ রোববার ভোরে সাবরাং ইউনিয়নের শাহরীরদ্বীপ ৯ ওয়ার্ডের জালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাবা ও মেয়ে শিশু সুমাইয়া মারা গেছে। অপর দুই শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মৃত আনোয়ার হোসেন ওই এলাকার মৃত ফোরকান আহমদের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে আনোয়ার হোসেন ও তাঁর স্ত্রী রেহেনা আক্তারের মধ্যে কলহ চলছিল। এ নিয়ে গতকাল শনিবার আবারও ঝগড়া হয়। বিকেলে স্ত্রী বাড়ি ছেড়ে দূর সম্পর্কের চাচার বাসায় চলে গেলে আনোয়ার হোসেন তাঁর তিন শিশু ছেলেমেয়েকে জোরপূর্বক বিষপান করান। একই সঙ্গে নিজেও পান করেন। এতে আনোয়ার হোসেন ও তাঁর ৯ বছরের শিশু সুমাইয়ার মৃত্যু হয়। অপর দুই সন্তানকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় মেম্বার আব্দুস সালাম বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে টুকটাক ঝগড়া হতো। এ নিয়ে বেশ কয়েকবার কথা বলে সমাধানও করেছিলাম। গতকাল কলহ সৃষ্টি হলে রেহেনা আক্তার ছেলেমেয়েকে রেখে দূর সম্পর্কের চাচার বাসায় চলে যান। এরই জের ধরে বিষপানের ঘটনা ঘটান আনোয়ার। তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলে কলহের কারণ জানা যাবে।’
টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম বলেন, পারিবারিক কলহের জের ধরে বিষপানের ঘটনা ঘটান আনোয়ার হোসেন। এতে তাঁর ও মেয়েশিশুর মৃত্যু হয়। অপর দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
থানার পরিদর্শক আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন করছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মুন্সিগঞ্জের গজারিয়ায় বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় নিহত হয়েছে মো. মিরাজ (১৬) নামের এক শিক্ষার্থীর। এ সময় আহত হয় মোটরসাইকেলের চালকসহ দুজন। গতকাল শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় কুমিল্লামুখী লেন থেকে ঢাকামুখী লেনে ইউটার্ন নিতে...
১ ঘণ্টা আগেময়মনসিংহ নগরীর আকুয়া মোড়লপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ শুরু হয় ২০১৯ সালে। এক বছরের মধ্যেই সম্পন্ন হয় দোতলা ভবন নির্মাণের ৮০ শতাংশ কাজ। কিন্তু পরের বছর, ২০২০ সাল থেকে লাপাত্তা ঠিকাদার। ফলে কাজও গেছে আটকে। গত পাঁচ বছর এই অবস্থা। অগত্যা ঝুঁকি নিয়ে পুরোনো ভবনেই চলছে পাঠদান...
১ ঘণ্টা আগেসুন্দরবনের বিভিন্ন এলাকায় হরিণশিকারিরা বেপরোয়া হয়ে উঠেছে। পূর্ব সুন্দরবনের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জ এবং পশ্চিম সুন্দরবনে সংঘবদ্ধ চক্র নির্বিচারে হরিণ শিকার করে চামড়া ও মাংস বিক্রি করছে। স্থানীয় প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় ও বন বিভাগের কিছু অসৎ কর্মচারীর সহায়তায় শিকারিরা নিয়মিত হরিণ শিকার করছে বলে খোঁজ
১০ ঘণ্টা আগেরাজবাড়ীর ওপর দিয়ে বয়ে গেছে ৯টি নদী ও ৫৪টি খাল। একসময় গ্রীষ্মকালে নদী-খালের পানি ব্যবহার করেই কৃষক ফসল ফলাতেন। আবার বর্ষাকালে বৃষ্টির পানি জমা হতো এসব জলাধারে। এতে সারা বছর পানির চাহিদা মিটত। তবে বেশ কয়েক বছর ধরে শুষ্ক মৌসুমে শুধু গড়াই, পদ্মা ও যমুনায় পানি মিলছে।
১০ ঘণ্টা আগে