Ajker Patrika

চট্টগ্রাম বন্দরে সোডার নামে মদের চালান আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৩ মার্চ ২০২৩, ২২: ১০
Thumbnail image

চট্টগ্রাম বন্দরে আবারও মদের একটি চালান আটক করা হয়েছে। সোডা অ্যাশ লাইট নামে আমদানি করা একটি চালানে এসব মদ ছিল। বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইয়ার্ডে ৪০ ফুট কনটেইনারটি ফোর্স কিপ ডাউন ও কায়িক পরীক্ষায় এই মদের চালান ধরা পড়ে।

আজ বৃহস্পতিবার বন্দর ও কাস্টমসের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ঢাকার বংশালের হাজি আবদুল্লাহ সরকার লেনের বিসমিল্লাহ করপোরেশনের নামে এফসিএল কনটেইনারটি বন্দরে আসে। আজ রিপোর্টটি লেখা পর্যন্ত কাস্টমসের কর্মকর্তারা অবৈধ মদ আনা এফসিএল কনটেইনারটির মদের পরিমাণ নিরূপণের চলছে।

এর আগে গত বছরের ২২ জুলাই চট্টগ্রাম বন্দর থেকে দুটি মদের চালান খালাস করে নিয়ে যায় একটি চক্র। বন্ড সুবিধায় তৈরি পোশাকশিল্পের কাঁচামাল ঘোষণায় আসা মদভর্তি গাড়ি দুটি সোনারগাঁও ও নারায়ণগঞ্জ থেকে আটক করে র‍্যাব। পরে তিন দিনের মাথায় চট্টগ্রাম বন্দরে আরও তিনটি চালান পরীক্ষা করে মদ উদ্ধার করে কাস্টমস। মোট পাঁচটি চালানে ৫৭ কোটি ৮৩ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করে। 

সূত্র জানায়, কাস্টমসের এআইআর শাখা থেকে বন্দরের টার্মিনাল ম্যানেজারকে জরুরি ভিত্তিতে এই কনটেইনারটি ফোর্স কিপ ডাউনের জন্য চিঠি দেওয়া হয়। যাতে কায়িক পরীক্ষা শেষে কনটেইনারটি বন্দরের বিশেষ নজরদারি ও নিরাপত্তা হেফাজতে রাখার জন্য অনুরোধ করা হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত