Ajker Patrika

কোম্পানীগঞ্জে গরুর বাজারের হাসিল নিয়ে সংঘর্ষ, আহত ১০ 

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
কোম্পানীগঞ্জে গরুর বাজারের হাসিল নিয়ে সংঘর্ষ, আহত ১০ 

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি অস্থায়ী গরু বাজারের হাসিলের টাকা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১২টায় উপজেলার সিরাজপুর ইউনিয়নের বসুরহাট-কবিরহাট সড়কের ব্র্যাক অফিস সংলগ্ন গরুর বাজারে এ ঘটনা ঘটে। 

সংঘর্ষে আহতরা হলেন, নেয়ামত উল্যাহ (৫৫), আলা উদ্দিন (৪৫), মোরশেদ (১৯), পলাশ (৩৪), মাইন উদ্দিন (৩৮), কামাল (৫২), মিলনসহ (৪৫) কমপক্ষে ১০ জন। গুরুতর আহতদের মধ্যে নেয়ামত উল্যাহ ও আলাউদ্দিনকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, অস্থায়ী গরু বাজারটি ইজারা নেন সিরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার নুর নবী ফারুক। বাজারে গরু বিক্রির পর হাসিল আদায়ের সময় ২টি গরুর স্থলে ৪টি গরু বিক্রি হয়েছে বলে হাসিলের টাকা দাবি করেন ইজারাদারের লোকজন। এ নিয়ে গরু ক্রেতা ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা-তর্কবিতর্ক হয়। একপর্যায়ে ইজাদার মেম্বার ফারুক ও তাঁর লোক তুহিনের নেতৃত্বে লাঠিসোঁটা নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ সময় হামলাকারীদের লাঠিসোঁটার আঘাতে কমপক্ষে ১০ জন আহত হন। 

এ ঘটনায় আহত মিলন অভিযোগ করে বলেন, ‘চেয়ারম্যানের উপস্থিতিতে আমার ভাইসহ কয়েকজনকে হামলা করে আহত করা হয়েছে। এ সময় হামলাকারীরা আমাদের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। বিষয়টি আমরা বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে অবহিত করে বিচার দাবি করেছি।’ 

এ বিষয়ে সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন বলেন, ‘তুচ্ছ একটি ঘটনা ঘটেছিল। তা আমি মীমাংসা করে দিয়েছি।’ 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জানান, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত