Ajker Patrika

উখিয়ায় মৎস্য ঘেরে ভাসছিল অজ্ঞাতপরিচয় যুবকের লাশ

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৪ জুন ২০২৪, ১৫: ৫৯
উখিয়ায় মৎস্য ঘেরে ভাসছিল অজ্ঞাতপরিচয় যুবকের লাশ

কক্সবাজারের উখিয়ায় একটি মৎস্য ঘের থেকে অজ্ঞাতপরিচয় যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার মরিচ্যা বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, উদ্ধার যুবকের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাঁর বয়স ২০ থেকে ২২ বছর হবে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি শামীম হোসেন বলেন, আজ বেলা ১১টার দিকে উপজেলার মরিচ্যা বাজারসংলগ্ন আলী হোসেন, মিজান, নুরু ও রোশন আলীর মালিকানাধীন মৎস্য ঘেরে এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয় এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশকে জানায়। পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। 
তাঁর পরনে ছিল অর্ধহাতা গেঞ্জি ও লুঙ্গি। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা, তা জানতে পুলিশ কাজ করছে জানিয়ে ওসি শামীম হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত