Ajker Patrika

চাঁদপুরে আগুনে পুড়ল ৪ দোকান

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ৪০
চাঁদপুরে আগুনে পুড়ল ৪ দোকান

চাঁদপুর শহরে আগুনে চারটি দোকান পুড়ে গেছে। গতকাল বুধবার রাতে শহরের বিপণিবাগ এলাকার চাঁদপুর সরকারি কলেজের সামনের মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলো হলো ভুঁইয়া ইলেকট্রনিকস, সিটি হার্ডওয়ার, ঢাকা কনফেকশনারি ও আইটেক কম্পিউটার সেন্টার। 

এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টার দিকে ভুঁইয়া ইলেকট্রনিকস থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আশপাশের আরও তিনটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দক্ষিণ স্টেশনের চারটি ইউনিট মাত্র ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চাঁদপুর উত্তর স্টেশনের উপপরিচালক সাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে চারটি দোকান পুড়ে গেছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত