Ajker Patrika

চট্টগ্রামে বিএনপির সমাবেশে যাওয়ার পথে গাড়ি ভাঙচুর ও হামলার অভিযোগ

ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
চট্টগ্রামে বিএনপির সমাবেশে যাওয়ার পথে গাড়ি ভাঙচুর ও হামলার অভিযোগ

চট্টগ্রামে বিএনপির ডাকা মহাসমাবেশে যোগ দিতে ফেনীর ফুলগাজী থেকে রওনা দেওয়া বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাদের ওপর হামলা এবং গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এ সময় কয়েকজন নেতা–কর্মী আহত হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

আজ বুধবার মিরসরাই নিজামপুর কলেজের সামনে তারা এ হামলার শিকার হন তারা।

ফুলগাজী উপজেলা বিএনপি নেতাদের অভিযোগ, বুধবার সকালে চট্টগ্রামে বিএনপির সমাবেশে যোগ দিতে উপজেলার বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতা কর্মীরা কয়েকটি মাইক্রোবাসে করে যাত্রা শুরু করেন। এ সময় গাড়িগুলো মিরসরাই পৌঁছালে সেখানে সরকার দলীয় নেতা–কর্মীদের দ্বারা হামলার শিকার হন তারা। এ সময় বহরে থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে বেশ কয়েকজন নেতা–কর্মী আহত হন। আহতেরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ফুলগাজী উপজেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক চেয়ারম্যান মো. আবুল হোসেন বলেন, ‘গাড়িযোগে সমাবেশের উদ্দেশে চট্টগ্রামের রওনা দিলে, মীরসরাই নিজামপুর কলেজের সামনে ছাত্রলীগের নেতা–কর্মীরা গাড়িতে অতর্কিত হামলা করে। এতে করে আমাদের সঙ্গে গাড়িগুলো ভাঙচুর করা হয়। আমাদের সঙ্গে থাকা অনেকজন ছাত্রদল ও যুবদলের নেতা–কর্মী আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত