মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পশ্চিম ফতেপুর ইউনিয়নের গোয়াল ভাওর গ্রামের বাসিন্দা মো. কামাল হোসেন। পুকুরে বিলুপ্তপ্রায় দেশি মাছের পোনা চাষ করে তিনি এখন সফল উদ্যোক্তা। তাঁর মুন্না হ্যাচারি এখন স্থানীয় মৎস্য খামারিদের নির্ভরতার নাম। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে অনেকের জন্য।
কামাল হোসেন জানান, অল্প জায়গা ও সীমিত পুঁজি নিয়ে তিনি মাছের পোনা চাষ শুরু করেন। বর্তমানে আড়াই বিঘা জমির পুকুরে তিনি বাইম, কালিবাউস, মৃগেল, সুবর্ণ রুই, কাতল, তেলাপিয়া ও মহাশোলসহ বিভিন্ন প্রজাতির পোনা উৎপাদন করছেন। তাঁর সফলতা দেখে এলাকার অনেকেই মাছের পোনা চাষে আগ্রহী হয়ে উঠেছেন।
কামালের ভাষায়, ‘স্বল্প সময়ে কম খরচে বেশি লাভ পেতে হলে গুণগত মানের মাছের পোনা উৎপাদনের বিকল্প নেই। আমি দেশি প্রজাতির মানসম্মত পোনা সরবরাহের চেষ্টা করছি। মাছচাষিরা মুন্না হ্যাচারি থেকে নিয়মিত পোনা সংগ্রহ করছেন।’
বাংলাদেশে মাছ আমিষের অন্যতম প্রধান উৎস। পরিসংখ্যান বলছে, একজন মানুষের দৈনিক অন্তত ৪৫ গ্রাম মাছ খাওয়ার প্রয়োজন হলেও দেশের বেশির ভাগ মানুষই পান তার চেয়ে কম। ফলে মাছের উৎপাদন বাড়ানো এখন সময়ের দাবি। এ চাহিদা পূরণে পোনা চাষ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, ‘উপজেলায় বেশ কয়েকটি হ্যাচারি রয়েছে। এর মধ্যে কামাল হোসেনের হ্যাচারি উল্লেখযোগ্য। আমরা নিয়মিত চাষিদের পরামর্শ ও কারিগরি সহায়তা দিয়ে থাকি। ভালো পোনা ছাড়া মাছ চাষে সফলতা পাওয়া যায় না।’
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পশ্চিম ফতেপুর ইউনিয়নের গোয়াল ভাওর গ্রামের বাসিন্দা মো. কামাল হোসেন। পুকুরে বিলুপ্তপ্রায় দেশি মাছের পোনা চাষ করে তিনি এখন সফল উদ্যোক্তা। তাঁর মুন্না হ্যাচারি এখন স্থানীয় মৎস্য খামারিদের নির্ভরতার নাম। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে অনেকের জন্য।
কামাল হোসেন জানান, অল্প জায়গা ও সীমিত পুঁজি নিয়ে তিনি মাছের পোনা চাষ শুরু করেন। বর্তমানে আড়াই বিঘা জমির পুকুরে তিনি বাইম, কালিবাউস, মৃগেল, সুবর্ণ রুই, কাতল, তেলাপিয়া ও মহাশোলসহ বিভিন্ন প্রজাতির পোনা উৎপাদন করছেন। তাঁর সফলতা দেখে এলাকার অনেকেই মাছের পোনা চাষে আগ্রহী হয়ে উঠেছেন।
কামালের ভাষায়, ‘স্বল্প সময়ে কম খরচে বেশি লাভ পেতে হলে গুণগত মানের মাছের পোনা উৎপাদনের বিকল্প নেই। আমি দেশি প্রজাতির মানসম্মত পোনা সরবরাহের চেষ্টা করছি। মাছচাষিরা মুন্না হ্যাচারি থেকে নিয়মিত পোনা সংগ্রহ করছেন।’
বাংলাদেশে মাছ আমিষের অন্যতম প্রধান উৎস। পরিসংখ্যান বলছে, একজন মানুষের দৈনিক অন্তত ৪৫ গ্রাম মাছ খাওয়ার প্রয়োজন হলেও দেশের বেশির ভাগ মানুষই পান তার চেয়ে কম। ফলে মাছের উৎপাদন বাড়ানো এখন সময়ের দাবি। এ চাহিদা পূরণে পোনা চাষ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, ‘উপজেলায় বেশ কয়েকটি হ্যাচারি রয়েছে। এর মধ্যে কামাল হোসেনের হ্যাচারি উল্লেখযোগ্য। আমরা নিয়মিত চাষিদের পরামর্শ ও কারিগরি সহায়তা দিয়ে থাকি। ভালো পোনা ছাড়া মাছ চাষে সফলতা পাওয়া যায় না।’
লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এতে ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। এদিকে একই সময় হাতীবান্ধা থানা ঘেরাও করে রাখার ঘটনায় ওই থানাতেও পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন
৫ মিনিট আগেরংপুরের গঙ্গাচড়া উপজেলায় চালককে ছুরিকাঘাত করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বড়াইবাড়ী-গঙ্গাচড়া রোডের বড়াইবাড়ী তেলের পাম্পসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নে বিএনপির এক নেত্রীকে বিবস্ত্র করে রশি দিয়ে বেঁধে নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম হাওলাদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের কেন্দ্রীয় দপ্তরের পক্ষ থেকে ৪ জুলাই এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৯ মিনিট আগেরাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনিকে ধরতে গত বুধবার একটি ভবন ঘেরাও করা হয়। তবে অভিযোগ উঠেছে, রনিকে ধরার জন্য নয়, পারিবারিক বিরোধের জেরে ‘মব’ চালিয়ে সেখানে লুটপাট চালানো হয়েছে। এর জেরে থানায় মামলা করেছেন এক নারী।
২৫ মিনিট আগে