Ajker Patrika

কর্ণফুলী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০২ মার্চ ২০২৩, ২০: ২৭
কর্ণফুলী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। ২০১৬ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এক আদেশের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে প্রায় শতকোটি টাকার সরকারি জমি উদ্ধার হয়েছে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।

অভিযানে নদীর তীরবর্তী প্রায় ছয় একর সরকারি খাসজমি উদ্ধার করা হয়। যার বর্তমান বাজারমূল্য প্রায় শতকোটি টাকা বলে জানান কর্মকর্তারা। নগরীর বাংলাবাজার পিএস শিপিং থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সদরঘাট সাম্পান ঘাটে গিয়ে অভিযান শেষ হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এখানে যোগদানের পর থেকেই পাহাড়, নদীসহ সরকারি খাসজমি রক্ষার বিষয়ে নানা উদ্যোগ গ্রহণ করেছেন।’ ভবিষ্যতেও জেলা প্রশাসনের এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

অভিযানে জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর নু-এমং মারমা মং, সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) রাজীব হোসেন এবং আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশন, পিডিবি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত