চট্টগ্রাম বন্দর
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কমলালেবুর ঘোষণা দিয়ে আমদানি করা কনটেইনারে পাওয়া গেছে কার্টনভর্তি সিগারেট। ভুয়া ঘোষণা ও ভুয়া নথিপত্রের মাধ্যমে আমদানি করা ১ কোটি ২৫ লাখ শলাকা সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস।
কাস্টমসের নথি অনুযায়ী, ঢাকাভিত্তিক আমদানিকারক প্রতিষ্ঠান আহসান করপোরেশন ১৫ মে চট্টগ্রাম বন্দরে আসা একটি চালানে কমলালেবুর কথা ঘোষণা করেছিল। আমদানিকারকের পক্ষে পণ্য খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট দিবা ট্রেডিং লিমিটেড।
সংযুক্ত আরব আমিরাত থেকে কমলালেবু আমদানির ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দরে ৪০ ফুট লম্বা একটি কনটেইনারে পণ্য আমদানি করে ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান আহসান করপোরেশন। পণ্যের চালানটি খালাস নিতে চট্টগ্রাম কাস্টম হাউসে ১৯ মে বিল অব এন্ট্রি দাখিল করে দিবা ট্রেডিং লিমিটেড।
চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র এবং ডেপুটি কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ঘোষণাবহির্ভূত পণ্য থাকার সন্দেহে ২১ মে রাত ২টায় চট্টগ্রাম বন্দরে কনটেইনারটি পরীক্ষা করা হয়। কনটেইনার খুলে ১ হাজার ২৫০টি কার্টনে দুটি ব্র্যান্ডের মোট ১ কোটি ২৫ লাখ শলাকা সিগারেট এবং ৩৮৭ কার্টন ঘোষিত পণ্য হিসেবে ৫ হাজার ৪১৮ কেজি কমলা পাওয়া যায়।
আমদানির নথি অনুযায়ী ১৫ মে চট্টগ্রাম বন্দরে আসে পণ্যের চালানটি। আটক করা পণ্য চালানের বিপরীতে রাজস্বের পরিমাণ প্রায় ৩০ কোটি টাকা। অর্থাৎ আলোচ্য পণ্য চালানটিতে মিথ্যা ঘোষণায় প্রায় ৩০ কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়।
কাস্টমস কর্মকর্তারা জানান, কনটেইনারটি কমলালেবু হিসেবে ঘোষণা করে আমদানি করা হয়েছিল। কমলালেবু আমদানিতে করের হার ৯০ শতাংশ। সিগারেটের ক্ষেত্রে এই হার ৩২০ শতাংশ থেকে ৬০০ শতাংশ পর্যন্ত হতে পারে।
চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার কাজী রাইহানুজ জামান বলেন, তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কমলালেবুর ঘোষণা দিয়ে আমদানি করা কনটেইনারে পাওয়া গেছে কার্টনভর্তি সিগারেট। ভুয়া ঘোষণা ও ভুয়া নথিপত্রের মাধ্যমে আমদানি করা ১ কোটি ২৫ লাখ শলাকা সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস।
কাস্টমসের নথি অনুযায়ী, ঢাকাভিত্তিক আমদানিকারক প্রতিষ্ঠান আহসান করপোরেশন ১৫ মে চট্টগ্রাম বন্দরে আসা একটি চালানে কমলালেবুর কথা ঘোষণা করেছিল। আমদানিকারকের পক্ষে পণ্য খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট দিবা ট্রেডিং লিমিটেড।
সংযুক্ত আরব আমিরাত থেকে কমলালেবু আমদানির ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দরে ৪০ ফুট লম্বা একটি কনটেইনারে পণ্য আমদানি করে ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান আহসান করপোরেশন। পণ্যের চালানটি খালাস নিতে চট্টগ্রাম কাস্টম হাউসে ১৯ মে বিল অব এন্ট্রি দাখিল করে দিবা ট্রেডিং লিমিটেড।
চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র এবং ডেপুটি কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ঘোষণাবহির্ভূত পণ্য থাকার সন্দেহে ২১ মে রাত ২টায় চট্টগ্রাম বন্দরে কনটেইনারটি পরীক্ষা করা হয়। কনটেইনার খুলে ১ হাজার ২৫০টি কার্টনে দুটি ব্র্যান্ডের মোট ১ কোটি ২৫ লাখ শলাকা সিগারেট এবং ৩৮৭ কার্টন ঘোষিত পণ্য হিসেবে ৫ হাজার ৪১৮ কেজি কমলা পাওয়া যায়।
আমদানির নথি অনুযায়ী ১৫ মে চট্টগ্রাম বন্দরে আসে পণ্যের চালানটি। আটক করা পণ্য চালানের বিপরীতে রাজস্বের পরিমাণ প্রায় ৩০ কোটি টাকা। অর্থাৎ আলোচ্য পণ্য চালানটিতে মিথ্যা ঘোষণায় প্রায় ৩০ কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়।
কাস্টমস কর্মকর্তারা জানান, কনটেইনারটি কমলালেবু হিসেবে ঘোষণা করে আমদানি করা হয়েছিল। কমলালেবু আমদানিতে করের হার ৯০ শতাংশ। সিগারেটের ক্ষেত্রে এই হার ৩২০ শতাংশ থেকে ৬০০ শতাংশ পর্যন্ত হতে পারে।
চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার কাজী রাইহানুজ জামান বলেন, তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
টইটুম্বুর রাঙামাটির কাপ্তাই লেক। লেকের পানির উচ্চতা নিয়ন্ত্রণে না আসায় গতকাল দিবাগত রাত থেকে সাড়ে ৩ ফুট করে পানি ছেড়ে দেওয়া হয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিক) ১৬টি জলকপাট দিয়ে। এতে প্রতি সেকেন্ডে ৬৩ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।
১৭ মিনিট আগেবাগেরহাটের চারটি সংসদীয় আসন পুর্নবহালের দাবিতে জেলা জুড়ে টানা দুইদিনের হরতাল ও সড়কপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) হরতালের প্রথমদিন সকাল ৬টা থেকে বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা কর্মীরা। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়টা পর্যন্ত...
২৩ মিনিট আগেনাটোরের লালপুরে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর এলাকায় লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেনওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ে অর্জিত হয়নি। কৃষকেরা ধান না দেওয়ায় এবং মিলাররা চাল না দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এই অবস্থায় মিলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
৫ ঘণ্টা আগে