Ajker Patrika

টেকনাফে বিজিবি-মাদক কারবারি গোলাগুলি, রোহিঙ্গা নিহত 

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৮: ৪৩
টেকনাফে বিজিবি-মাদক কারবারি গোলাগুলি, রোহিঙ্গা নিহত 

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় বিজিবির এক সদস্যসহ অন্তত সাতজন আহত হয়েছেন।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় বিজিবি সদস্যরা ইয়াবা উদ্ধারে গেলে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি জাফর আলমকে আটক করা হয়েছে।

সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন হ্নীলা রোহিঙ্গা আশ্রয়শিবিরের ২৪ নম্বর ক্যাম্পের বাসিন্দা রফিক (৪৮)। এ ঘটনায় গুলিবিদ্ধ সাতজনকে আইওএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ সময় গুরুতর আহত বিজিবি সদস্য আবদুল মালেককেও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, লেদা এলাকার সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলমের ভাই জাফর আলমের বাড়িতে বিজিবির একটি দল অভিযান চালায়। এ সময় ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করে নিয়ে যাওয়ার সময় সংঘবদ্ধ মাদক কারবারিসহ রোহিঙ্গা ও স্থানীয়রা বিজিবির ওপর হামলা চালায়। বিজিবিও পাল্টা গুলি করে। এতে একজন নিহত ও সাতজন আহত হয়েছে। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান জানান, সংঘর্ষে একজন নিহত ও কয়েকজন আহত হওয়ার খবর শুনেছেন। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। 

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, ইয়াবা উদ্ধার অভিযানে বিজিবির ওপর হামলা, গুলি ও পাল্টা গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে। বিষয়টি বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত