রেজা করিম, কুমিল্লা থেকে
কাউকে বলে দিতে হবে না। এই নগরীতে এখন যে কেউ পা রাখলেই বুঝতে পারবেন-এখানে কিছু একটা হচ্ছে বা হতে চলেছে। রাস্তা-ঘাট, অলিগলি, অফিস পাড়া, দোকানপাট, স্টেশন-টার্মিনাল সবখানেই উৎসবের আমেজ। এ উৎসব বিএনপির সমাবেশকে ঘিরে। আগামী শনিবার কুমিল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। সমাবেশকে ঘিরে পুরো শহর ছেয়ে গেছে ব্যানার ফেস্টুনে। শহরের সড়কে বিভিন্ন পয়েন্ট বসেছে রঙ-বেরঙের তোরণ, ল্যাম্পপোস্ট, উঁচু দালানে শোভা পাচ্ছে ব্যানার, ফেস্টুন। রঙিন তোরণ আর ব্যানার ফেস্টুনে বিএনপির চলমান আন্দোলনের নানা দাবি উঠে এসেছে।
শুধু দলের নেতা কর্মীরাই নেন, সমাবেশকে ঘিরে শহরজুড়ে সবার মাঝেই এক বাড়তি উন্মাদনা বিরাজ করছে। গণসমাবেশের জন্য প্রস্তুত হচ্ছে নগরীর ঐতিহাসিক টাউন হল মাঠ।
আজ বৃহস্পতিবার সকালে টাউন হল মাঠে গিয়ে দেখা যায় সেখানে মঞ্চ তৈরির কাজ চলছে। এরই মধ্যে সমাবেশস্থলে এসেছেন অনেক নেতা কর্মীরা। এদের মধ্যে কেউ কেউ আছেন, যারা দুই দিন আগেই এসেছেন। গণসমাবেশকে ঘিরে পরিবহন ধর্মঘটের শঙ্কায় তাদের এ-ই আগাম আসা বলে জানান তারা। গণসমাবেশ থেকে ভালো কিছু প্রত্যাশা করছেন তারা।
ভোরে ঢাকার যাত্রাবাড়ী থেকে টাউন হলে এসেছেন বিএনপির কর্মী বকুল মৃধা। বিএনপির বিগত ৭টি গণসমাবেশের মধ্যে ৬টিতে অংশ নেওয়া বকুল বলেন, বুকভরা আশা নিয়ে সমাবেশগুলোতে যোগ দিচ্ছি। আশা করছি এবার ভালো কিছু হবে।
দেবীদ্বারের বিএনপির কর্মী জাহাঙ্গীর আলম বলেন, গত ১৫ বছরে অনেক সহ্য করছি। আর পারছি না। এখন নতুন কিছুর আশা নিয়ে সমাবেশে আসছি।
যেকোনো মূল্যে সমাবেশ সফল করার প্রত্যয় বিএনপির নেতা কর্মীদের।
কুমিল্লা গণসমাবেশ বাস্তবায়ন কমিটির দলপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু আজকের পত্রিকাকে বলেন, বাধা নিয়ে চিন্তা করছি না। বাধা এলে তা মোকাবিলা করেই সমাবেশ সফল করা হবে।
কমিটির সমন্বয়ক ও বিএনপির কেন্দ্রীয় নেতা মোস্তাক আহমেদ জানান, সার্বিকভাবে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নেতা কর্মীরা প্রস্তুত রয়েছেন। যেকোনো মূল্যে সমাবেশ সফল করা হবে।
এদিকে কুমিল্লায় বিএনপি’র বিভাগীয় গণসমাবেশ সফল করতে প্রচারকাজ চলছে জোরেশোরে। নান সময়ে দল থেকে বহিষ্কৃত রাও বিভেদ ভুলে অংশ নিয়েছেন প্রচার কাজে।
বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:
কাউকে বলে দিতে হবে না। এই নগরীতে এখন যে কেউ পা রাখলেই বুঝতে পারবেন-এখানে কিছু একটা হচ্ছে বা হতে চলেছে। রাস্তা-ঘাট, অলিগলি, অফিস পাড়া, দোকানপাট, স্টেশন-টার্মিনাল সবখানেই উৎসবের আমেজ। এ উৎসব বিএনপির সমাবেশকে ঘিরে। আগামী শনিবার কুমিল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। সমাবেশকে ঘিরে পুরো শহর ছেয়ে গেছে ব্যানার ফেস্টুনে। শহরের সড়কে বিভিন্ন পয়েন্ট বসেছে রঙ-বেরঙের তোরণ, ল্যাম্পপোস্ট, উঁচু দালানে শোভা পাচ্ছে ব্যানার, ফেস্টুন। রঙিন তোরণ আর ব্যানার ফেস্টুনে বিএনপির চলমান আন্দোলনের নানা দাবি উঠে এসেছে।
শুধু দলের নেতা কর্মীরাই নেন, সমাবেশকে ঘিরে শহরজুড়ে সবার মাঝেই এক বাড়তি উন্মাদনা বিরাজ করছে। গণসমাবেশের জন্য প্রস্তুত হচ্ছে নগরীর ঐতিহাসিক টাউন হল মাঠ।
আজ বৃহস্পতিবার সকালে টাউন হল মাঠে গিয়ে দেখা যায় সেখানে মঞ্চ তৈরির কাজ চলছে। এরই মধ্যে সমাবেশস্থলে এসেছেন অনেক নেতা কর্মীরা। এদের মধ্যে কেউ কেউ আছেন, যারা দুই দিন আগেই এসেছেন। গণসমাবেশকে ঘিরে পরিবহন ধর্মঘটের শঙ্কায় তাদের এ-ই আগাম আসা বলে জানান তারা। গণসমাবেশ থেকে ভালো কিছু প্রত্যাশা করছেন তারা।
ভোরে ঢাকার যাত্রাবাড়ী থেকে টাউন হলে এসেছেন বিএনপির কর্মী বকুল মৃধা। বিএনপির বিগত ৭টি গণসমাবেশের মধ্যে ৬টিতে অংশ নেওয়া বকুল বলেন, বুকভরা আশা নিয়ে সমাবেশগুলোতে যোগ দিচ্ছি। আশা করছি এবার ভালো কিছু হবে।
দেবীদ্বারের বিএনপির কর্মী জাহাঙ্গীর আলম বলেন, গত ১৫ বছরে অনেক সহ্য করছি। আর পারছি না। এখন নতুন কিছুর আশা নিয়ে সমাবেশে আসছি।
যেকোনো মূল্যে সমাবেশ সফল করার প্রত্যয় বিএনপির নেতা কর্মীদের।
কুমিল্লা গণসমাবেশ বাস্তবায়ন কমিটির দলপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু আজকের পত্রিকাকে বলেন, বাধা নিয়ে চিন্তা করছি না। বাধা এলে তা মোকাবিলা করেই সমাবেশ সফল করা হবে।
কমিটির সমন্বয়ক ও বিএনপির কেন্দ্রীয় নেতা মোস্তাক আহমেদ জানান, সার্বিকভাবে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নেতা কর্মীরা প্রস্তুত রয়েছেন। যেকোনো মূল্যে সমাবেশ সফল করা হবে।
এদিকে কুমিল্লায় বিএনপি’র বিভাগীয় গণসমাবেশ সফল করতে প্রচারকাজ চলছে জোরেশোরে। নান সময়ে দল থেকে বহিষ্কৃত রাও বিভেদ ভুলে অংশ নিয়েছেন প্রচার কাজে।
বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:
সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। আজ মঙ্গলবার সকাল ৮টায় জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁরা। রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরুর পর প্রথম কর্মসূচির অংশ ছিল এটি।
২ মিনিট আগেরিকশাচালককে জুতাপেটা করা রাজশাহীর পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন-৫ (প্রশাসন ও শৃঙ্খলা) শাখার এক প্রজ্ঞাপনে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
৫ মিনিট আগেপুরান ঢাকার বিএনপি নেতা শহীদুল হকের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত ১১টা ৩০ মিনিটের দিকে রাজধানীর ধোলাইখাল এলাকায় কথা-কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের...
১৩ মিনিট আগেউপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা গ্রামে দুজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। উদ্ধার শেষে লাশ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আরও চার–পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।
১ ঘণ্টা আগে