রেজা করিম, কুমিল্লা থেকে
কাউকে বলে দিতে হবে না। এই নগরীতে এখন যে কেউ পা রাখলেই বুঝতে পারবেন-এখানে কিছু একটা হচ্ছে বা হতে চলেছে। রাস্তা-ঘাট, অলিগলি, অফিস পাড়া, দোকানপাট, স্টেশন-টার্মিনাল সবখানেই উৎসবের আমেজ। এ উৎসব বিএনপির সমাবেশকে ঘিরে। আগামী শনিবার কুমিল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। সমাবেশকে ঘিরে পুরো শহর ছেয়ে গেছে ব্যানার ফেস্টুনে। শহরের সড়কে বিভিন্ন পয়েন্ট বসেছে রঙ-বেরঙের তোরণ, ল্যাম্পপোস্ট, উঁচু দালানে শোভা পাচ্ছে ব্যানার, ফেস্টুন। রঙিন তোরণ আর ব্যানার ফেস্টুনে বিএনপির চলমান আন্দোলনের নানা দাবি উঠে এসেছে।
শুধু দলের নেতা কর্মীরাই নেন, সমাবেশকে ঘিরে শহরজুড়ে সবার মাঝেই এক বাড়তি উন্মাদনা বিরাজ করছে। গণসমাবেশের জন্য প্রস্তুত হচ্ছে নগরীর ঐতিহাসিক টাউন হল মাঠ।
আজ বৃহস্পতিবার সকালে টাউন হল মাঠে গিয়ে দেখা যায় সেখানে মঞ্চ তৈরির কাজ চলছে। এরই মধ্যে সমাবেশস্থলে এসেছেন অনেক নেতা কর্মীরা। এদের মধ্যে কেউ কেউ আছেন, যারা দুই দিন আগেই এসেছেন। গণসমাবেশকে ঘিরে পরিবহন ধর্মঘটের শঙ্কায় তাদের এ-ই আগাম আসা বলে জানান তারা। গণসমাবেশ থেকে ভালো কিছু প্রত্যাশা করছেন তারা।
ভোরে ঢাকার যাত্রাবাড়ী থেকে টাউন হলে এসেছেন বিএনপির কর্মী বকুল মৃধা। বিএনপির বিগত ৭টি গণসমাবেশের মধ্যে ৬টিতে অংশ নেওয়া বকুল বলেন, বুকভরা আশা নিয়ে সমাবেশগুলোতে যোগ দিচ্ছি। আশা করছি এবার ভালো কিছু হবে।
দেবীদ্বারের বিএনপির কর্মী জাহাঙ্গীর আলম বলেন, গত ১৫ বছরে অনেক সহ্য করছি। আর পারছি না। এখন নতুন কিছুর আশা নিয়ে সমাবেশে আসছি।
যেকোনো মূল্যে সমাবেশ সফল করার প্রত্যয় বিএনপির নেতা কর্মীদের।
কুমিল্লা গণসমাবেশ বাস্তবায়ন কমিটির দলপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু আজকের পত্রিকাকে বলেন, বাধা নিয়ে চিন্তা করছি না। বাধা এলে তা মোকাবিলা করেই সমাবেশ সফল করা হবে।
কমিটির সমন্বয়ক ও বিএনপির কেন্দ্রীয় নেতা মোস্তাক আহমেদ জানান, সার্বিকভাবে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নেতা কর্মীরা প্রস্তুত রয়েছেন। যেকোনো মূল্যে সমাবেশ সফল করা হবে।
এদিকে কুমিল্লায় বিএনপি’র বিভাগীয় গণসমাবেশ সফল করতে প্রচারকাজ চলছে জোরেশোরে। নান সময়ে দল থেকে বহিষ্কৃত রাও বিভেদ ভুলে অংশ নিয়েছেন প্রচার কাজে।
বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:
কাউকে বলে দিতে হবে না। এই নগরীতে এখন যে কেউ পা রাখলেই বুঝতে পারবেন-এখানে কিছু একটা হচ্ছে বা হতে চলেছে। রাস্তা-ঘাট, অলিগলি, অফিস পাড়া, দোকানপাট, স্টেশন-টার্মিনাল সবখানেই উৎসবের আমেজ। এ উৎসব বিএনপির সমাবেশকে ঘিরে। আগামী শনিবার কুমিল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। সমাবেশকে ঘিরে পুরো শহর ছেয়ে গেছে ব্যানার ফেস্টুনে। শহরের সড়কে বিভিন্ন পয়েন্ট বসেছে রঙ-বেরঙের তোরণ, ল্যাম্পপোস্ট, উঁচু দালানে শোভা পাচ্ছে ব্যানার, ফেস্টুন। রঙিন তোরণ আর ব্যানার ফেস্টুনে বিএনপির চলমান আন্দোলনের নানা দাবি উঠে এসেছে।
শুধু দলের নেতা কর্মীরাই নেন, সমাবেশকে ঘিরে শহরজুড়ে সবার মাঝেই এক বাড়তি উন্মাদনা বিরাজ করছে। গণসমাবেশের জন্য প্রস্তুত হচ্ছে নগরীর ঐতিহাসিক টাউন হল মাঠ।
আজ বৃহস্পতিবার সকালে টাউন হল মাঠে গিয়ে দেখা যায় সেখানে মঞ্চ তৈরির কাজ চলছে। এরই মধ্যে সমাবেশস্থলে এসেছেন অনেক নেতা কর্মীরা। এদের মধ্যে কেউ কেউ আছেন, যারা দুই দিন আগেই এসেছেন। গণসমাবেশকে ঘিরে পরিবহন ধর্মঘটের শঙ্কায় তাদের এ-ই আগাম আসা বলে জানান তারা। গণসমাবেশ থেকে ভালো কিছু প্রত্যাশা করছেন তারা।
ভোরে ঢাকার যাত্রাবাড়ী থেকে টাউন হলে এসেছেন বিএনপির কর্মী বকুল মৃধা। বিএনপির বিগত ৭টি গণসমাবেশের মধ্যে ৬টিতে অংশ নেওয়া বকুল বলেন, বুকভরা আশা নিয়ে সমাবেশগুলোতে যোগ দিচ্ছি। আশা করছি এবার ভালো কিছু হবে।
দেবীদ্বারের বিএনপির কর্মী জাহাঙ্গীর আলম বলেন, গত ১৫ বছরে অনেক সহ্য করছি। আর পারছি না। এখন নতুন কিছুর আশা নিয়ে সমাবেশে আসছি।
যেকোনো মূল্যে সমাবেশ সফল করার প্রত্যয় বিএনপির নেতা কর্মীদের।
কুমিল্লা গণসমাবেশ বাস্তবায়ন কমিটির দলপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু আজকের পত্রিকাকে বলেন, বাধা নিয়ে চিন্তা করছি না। বাধা এলে তা মোকাবিলা করেই সমাবেশ সফল করা হবে।
কমিটির সমন্বয়ক ও বিএনপির কেন্দ্রীয় নেতা মোস্তাক আহমেদ জানান, সার্বিকভাবে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নেতা কর্মীরা প্রস্তুত রয়েছেন। যেকোনো মূল্যে সমাবেশ সফল করা হবে।
এদিকে কুমিল্লায় বিএনপি’র বিভাগীয় গণসমাবেশ সফল করতে প্রচারকাজ চলছে জোরেশোরে। নান সময়ে দল থেকে বহিষ্কৃত রাও বিভেদ ভুলে অংশ নিয়েছেন প্রচার কাজে।
বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:
পঞ্চগড়ের দেবীগঞ্জে ডাম্প ট্রাক মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে রুবেল ইসলাম নামের এক মোটর মেকানিকের মৃত্যু হয়েছে। এ সময় ট্রাকের সহকারী হাবিব গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার দুপুরের দিকে উপজেলার ডোমার সড়কের আব্দুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগেচট্টগ্রামের মিরসরাইয়ে কালবৈশাখী ঝড় ব্যাপক তাণ্ডব চালিয়েছে। আজ সোমবার ভোরে ১ ঘণ্টার ঝড়ে উপজেলার মঘাদিয়া, ইছাখালী ইউনিয়নসহ বিভিন্ন স্থানে শতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। এ ছাড়া গাছপালা ও বিদ্যুৎ সরবরাহের খুঁটি ভেঙে পড়েছে। এতে বন্ধ রয়েছে কয়েটি এলাকার বিদ্যুৎ সংযোগ।
১৪ মিনিট আগেসামরিক গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সাবেক জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হামিদুল হক ও তাঁর স্ত্রী নুছরাত জাহান মুক্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
১৬ মিনিট আগেবরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির ১ নম্বর সদস্য রফিকুল ইসলাম লাবু পদত্যাগ করেছেন। কারণ হিসেবে লাবু পদত্যাগপত্রে কমিটির নেতাদের শৃঙ্খলাবর্জিত কর্মকাণ্ড, সমন্বয়হীনতা, অবাঞ্ছিত কার্যক্রম ও ব্যাপক অনিয়মের কথা বলেছেন। পাশাপাশি তিনি এক খোলা চিঠিতে উপজেলা নেতাদের বিরুদ্ধে
২০ মিনিট আগে