Ajker Patrika

বিএনপির সমাবেশ ঘিরে কুমিল্লায় উৎসবের আমেজ

রেজা করিম, কুমিল্লা থেকে
আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ১২: ৪৭
বিএনপির সমাবেশ ঘিরে কুমিল্লায় উৎসবের আমেজ

কাউকে বলে দিতে হবে না। এই নগরীতে এখন যে কেউ পা রাখলেই বুঝতে পারবেন-এখানে কিছু একটা হচ্ছে বা হতে চলেছে। রাস্তা-ঘাট, অলিগলি, অফিস পাড়া, দোকানপাট, স্টেশন-টার্মিনাল সবখানেই উৎসবের আমেজ। এ উৎসব বিএনপির সমাবেশকে ঘিরে। আগামী শনিবার কুমিল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। সমাবেশকে ঘিরে পুরো শহর ছেয়ে গেছে ব্যানার ফেস্টুনে। শহরের সড়কে বিভিন্ন পয়েন্ট বসেছে রঙ-বেরঙের তোরণ, ল্যাম্পপোস্ট, উঁচু দালানে শোভা পাচ্ছে ব্যানার, ফেস্টুন। রঙিন তোরণ আর ব্যানার ফেস্টুনে বিএনপির চলমান আন্দোলনের নানা দাবি উঠে এসেছে।

শুধু দলের নেতা কর্মীরাই নেন, সমাবেশকে ঘিরে শহরজুড়ে সবার মাঝেই এক বাড়তি উন্মাদনা বিরাজ করছে। গণসমাবেশের জন্য প্রস্তুত হচ্ছে নগরীর ঐতিহাসিক টাউন হল মাঠ। 

আজ বৃহস্পতিবার সকালে টাউন হল মাঠে গিয়ে দেখা যায় সেখানে মঞ্চ তৈরির কাজ চলছে। এরই মধ্যে সমাবেশস্থলে এসেছেন অনেক নেতা কর্মীরা। এদের মধ্যে কেউ কেউ আছেন, যারা দুই দিন আগেই এসেছেন। গণসমাবেশকে ঘিরে পরিবহন ধর্মঘটের শঙ্কায় তাদের এ-ই আগাম আসা বলে জানান তারা। গণসমাবেশ থেকে ভালো কিছু প্রত্যাশা করছেন তারা। 

ভোরে ঢাকার যাত্রাবাড়ী থেকে টাউন হলে এসেছেন বিএনপির কর্মী বকুল মৃধা। বিএনপির বিগত ৭টি গণসমাবেশের মধ্যে ৬টিতে অংশ নেওয়া বকুল বলেন, বুকভরা আশা নিয়ে সমাবেশগুলোতে যোগ দিচ্ছি। আশা করছি এবার ভালো কিছু হবে। 

দেবীদ্বারের বিএনপির কর্মী জাহাঙ্গীর আলম বলেন, গত ১৫ বছরে অনেক সহ্য করছি। আর পারছি না। এখন নতুন কিছুর আশা নিয়ে সমাবেশে আসছি।

যেকোনো মূল্যে সমাবেশ সফল করার প্রত্যয় বিএনপির নেতা কর্মীদের।

গণসমাবেশের জন্য প্রস্তুত হচ্ছে নগরীর ঐতিহাসিক টাউনকুমিল্লা গণসমাবেশ বাস্তবায়ন কমিটির দলপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু আজকের পত্রিকাকে বলেন, বাধা নিয়ে চিন্তা করছি না। বাধা এলে তা মোকাবিলা করেই সমাবেশ সফল করা হবে। 

কমিটির সমন্বয়ক ও বিএনপির কেন্দ্রীয় নেতা মোস্তাক আহমেদ জানান, সার্বিকভাবে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নেতা কর্মীরা প্রস্তুত রয়েছেন। যেকোনো মূল্যে সমাবেশ সফল করা হবে।

এদিকে কুমিল্লায় বিএনপি’র বিভাগীয় গণসমাবেশ সফল করতে প্রচারকাজ চলছে জোরেশোরে। নান সময়ে দল থেকে বহিষ্কৃত রাও বিভেদ ভুলে অংশ নিয়েছেন প্রচার কাজে। 

বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত