Ajker Patrika

‘জলবায়ু পরিবর্তনে বনের ভূমিকা বেশি’

নোয়াখালী প্রতিনিধি
‘জলবায়ু পরিবর্তনে বনের ভূমিকা বেশি’

নোয়াখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক বন দিবস উদ্‌যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উদ্ধার করা একটি ইগল পাখি আকাশে অবমুক্ত করা হয়।

আজ মঙ্গলবার নোয়াখালী উপকূলীয় বন বিভাগ কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করা হয় পরে কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সামনের সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে গেস্ট হাউসের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের অশনিসংকেত থেকে রক্ষা করতে বনের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। গাছ থাকলে নিরাপদ থাকবে পরিবেশ ও দেশ। অক্সিজেন বৃদ্ধির পাশাপাশি সবুজ বন পরিবেশের ভারসাম্যও বজায় থাকে।’

বক্তারা পৃথিবীতে প্রাণীর অস্তিত্ব টিকিয়ে রাখতে তাই সব ধরনের বনের গুরুত্ব ও তা টিকিয়ে রাখতে সচেতনতা বৃদ্ধি করাই দিবসটির মূল লক্ষ্য বলেও উল্লেখ করেন।

উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর সহকারী বন সংরক্ষক কাজী তারিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা।

সদর রেঞ্জ কর্মকর্তা এ এস এম মহি উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সভায় আলোচক ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুস সালাম।

স্বাগত বক্তব্য দেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষক কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিকসহ বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বন ও বনভূমির নিরাপত্তা রক্ষার্থে ২০১২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ২১ মার্চকে আন্তর্জাতিক বন দিবস ঘোষণা করা হয়। সেই থেকে সারা বিশ্বে ২১ মার্চ নানা আয়োজনে দিবসটি পালন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত