Ajker Patrika

মিয়ানমারের ট্রলার থেকে ১২ লাখ পিস ইয়াবা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ২৩: ০৬
মিয়ানমারের ট্রলার থেকে ১২ লাখ পিস ইয়াবা আটক

কক্সবাজারের ছেড়াদ্বীপ সংলগ্ন বাংলাদেশের সমুদ্রসীমায় মাদক পাচারকারীদের সঙ্গে কোস্ট গার্ডের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মিয়ানমার থেকে আসা একটি ট্রলার থেকে ১১ লাখ ৯৫ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও একটি বিদেশি অত্যাধুনিক অটোমেটিক সাব মেশিনগান জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন আড়াই নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে সমুদ্র এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম নাঈম উল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন দক্ষিণ-পূর্বে সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে আনুমানিক দুপুর ২টার দিকে একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা ট্রলারটিকে থামার জন্য সংকেত দেয়। সংকেত পেয়ে না থেমে কোস্ট গার্ডের বোট লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে পাচারকারীরা। আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরাও ২৫ রাউন্ড পাল্টা গুলি করে। একপর্যায়ে ট্রলার থেকে পাচারকারীরা সমুদ্রে লাফ দেয় এবং সাঁতরে মিয়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায়। 

এম নাঈম উল হক আরও জানান, পরবর্তীতে কোস্টগার্ড সদস্যগণ ট্রলারটি তল্লাশি করে ১১ লাখ ৯৫ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ রাউন্ড গোলাসহ ২টি ম্যাগজিন, ১টি বিদেশি অত্যাধুনিক অটোমেটিক সাব মেশিনগান ও একটি ট্রলার জব্দ করে।

জব্দ করা অস্ত্র, গোলা ও ম্যাগজিন এবং ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংবাদ সম্মেলনে বলা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত