কক্সবাজার প্রতিনিধি
একই দিনে পড়েছে পয়লা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবস। উদ্যাপন করতে তাই দেশের নানা প্রান্ত থেকে পর্যটকেরা ছুটে এসেছেন কক্সবাজার সমুদ্রসৈকতে। তবে পর্যটনসংশ্লিষ্টরা বলছেন, দুটি দিবস একসঙ্গে হলেও ছুটির দিন না হওয়ায় কাঙ্ক্ষিত পর্যটক সমাগম হয়নি। অবশ্য বড় হোটেলগুলোতে বসন্তবরণ ও ভালোবাসা দিবস উপলক্ষে ছিল নানা আয়োজন।
আজ মঙ্গলবার বিকেলে শহরের সমুদ্রসৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে গিয়ে দেখা যায়, নানা বয়সী পর্যটক ভিড় জমিয়েছেন। অনেক নারী মাথায় ফুলের মালা ও গায়ে হলুদ পোশাক পরে সৈকত রাঙিয়েছেন।
বিকেল সাড়ে ৫টায় নীল জলরাশিতে লাল সূর্য হেলে পড়ে মনোমুগ্ধকর এক পরিবেশের সৃষ্টি করে। এ দৃশ্য পর্যটকদের কেউ কেউ ক্যামেরায় বন্দী করেন, কেউ আবার সেলফি তোলেন। বিচ বাইক, ওয়াটার বাইকে চড়ে সমুদ্র দর্শন করেন অনেক পর্যটক, কেউ আবার সৈকতে ঘুরে বেড়াচ্ছিলেন ঘোড়ার গাড়িতে চেপে। পর্যটকদের পাশাপাশি স্থানীয়রাও বসন্তবরণ ও ভালোবাসা দিবস উদ্যাপনে হাজির হয়েছিলেন সৈকতে।
জেলা প্রশাসনের বিচকর্মী বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, দুপুরের পর থেকে সৈকতের তিনট পয়েন্টে অন্তত ৫০ হাজার পর্যটক নেমেছেন।
এ ছাড়া মেরিন ড্রাইভ ধরে দরিয়ানগর, হিমছড়ি, ইনানী, পাটুয়ারটেক ও টেকনাফ সৈকতেও ছুটে যান পর্যটকেরা। এদিকে সেন্ট মার্টিন, রামু, চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ও নিভৃতে নিসর্গে পর্যটকের ভিড় ছিল।
বিকেলে কথা হয় ময়মনসিংহের নান্দাইল থেকে আসা নবদম্পতি সাইফুল আজম ও শাহীনা আক্তারের সঙ্গে। তাঁরা জানান, এক সপ্তাহ আগে বিয়ে হয়েছে। পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস একসঙ্গে পেয়ে বেড়ানোর জন্য সমুদ্রসৈকতে ছুটে এসেছেন। খুবই ভালো লাগছে। তাঁদের মতো দুটি দিবস একসঙ্গে পেয়ে কক্সবাজার ছুটে এসেছেন অনেকেই।
তবে কক্সবাজার হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার জানান, হোটেলগুলোর মোটামুটি অর্ধেক কক্ষ ভাড়া হয়েছে। দুটি দিবস একসঙ্গে পড়লেও অফিস-আদালত খোলা থাকায় কাঙ্ক্ষিত পর্যটক আসেননি।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেহরিন আলম বলেন, পর্যটকদের পাশাপাশি সৈকতে বিপুলসংখ্যক স্থানীয় লোকজন ঘুরতে এসেছেন। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় পুলিশ কাজ করছে।
একই দিনে পড়েছে পয়লা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবস। উদ্যাপন করতে তাই দেশের নানা প্রান্ত থেকে পর্যটকেরা ছুটে এসেছেন কক্সবাজার সমুদ্রসৈকতে। তবে পর্যটনসংশ্লিষ্টরা বলছেন, দুটি দিবস একসঙ্গে হলেও ছুটির দিন না হওয়ায় কাঙ্ক্ষিত পর্যটক সমাগম হয়নি। অবশ্য বড় হোটেলগুলোতে বসন্তবরণ ও ভালোবাসা দিবস উপলক্ষে ছিল নানা আয়োজন।
আজ মঙ্গলবার বিকেলে শহরের সমুদ্রসৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে গিয়ে দেখা যায়, নানা বয়সী পর্যটক ভিড় জমিয়েছেন। অনেক নারী মাথায় ফুলের মালা ও গায়ে হলুদ পোশাক পরে সৈকত রাঙিয়েছেন।
বিকেল সাড়ে ৫টায় নীল জলরাশিতে লাল সূর্য হেলে পড়ে মনোমুগ্ধকর এক পরিবেশের সৃষ্টি করে। এ দৃশ্য পর্যটকদের কেউ কেউ ক্যামেরায় বন্দী করেন, কেউ আবার সেলফি তোলেন। বিচ বাইক, ওয়াটার বাইকে চড়ে সমুদ্র দর্শন করেন অনেক পর্যটক, কেউ আবার সৈকতে ঘুরে বেড়াচ্ছিলেন ঘোড়ার গাড়িতে চেপে। পর্যটকদের পাশাপাশি স্থানীয়রাও বসন্তবরণ ও ভালোবাসা দিবস উদ্যাপনে হাজির হয়েছিলেন সৈকতে।
জেলা প্রশাসনের বিচকর্মী বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, দুপুরের পর থেকে সৈকতের তিনট পয়েন্টে অন্তত ৫০ হাজার পর্যটক নেমেছেন।
এ ছাড়া মেরিন ড্রাইভ ধরে দরিয়ানগর, হিমছড়ি, ইনানী, পাটুয়ারটেক ও টেকনাফ সৈকতেও ছুটে যান পর্যটকেরা। এদিকে সেন্ট মার্টিন, রামু, চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ও নিভৃতে নিসর্গে পর্যটকের ভিড় ছিল।
বিকেলে কথা হয় ময়মনসিংহের নান্দাইল থেকে আসা নবদম্পতি সাইফুল আজম ও শাহীনা আক্তারের সঙ্গে। তাঁরা জানান, এক সপ্তাহ আগে বিয়ে হয়েছে। পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস একসঙ্গে পেয়ে বেড়ানোর জন্য সমুদ্রসৈকতে ছুটে এসেছেন। খুবই ভালো লাগছে। তাঁদের মতো দুটি দিবস একসঙ্গে পেয়ে কক্সবাজার ছুটে এসেছেন অনেকেই।
তবে কক্সবাজার হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার জানান, হোটেলগুলোর মোটামুটি অর্ধেক কক্ষ ভাড়া হয়েছে। দুটি দিবস একসঙ্গে পড়লেও অফিস-আদালত খোলা থাকায় কাঙ্ক্ষিত পর্যটক আসেননি।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেহরিন আলম বলেন, পর্যটকদের পাশাপাশি সৈকতে বিপুলসংখ্যক স্থানীয় লোকজন ঘুরতে এসেছেন। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় পুলিশ কাজ করছে।
‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ’ (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে হরিহর নদ পুনঃখনন কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ নীতিমালা অনুযায়ী যথাযথ উল্লম্ব-অনুভূমিক জায়গা না রেখে হরিহর নদের ওপর যশোর সদর উপজেলার গোয়ালদাহ বাজারে আরেকটি অপরিকল্পিত সেতু নির্মাণ করছে স্
১ ঘণ্টা আগেগাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুত থাকা সরকারি বিপুল ওষুধ নষ্ট হয়ে গেছে। সময়মতো রোগীদের মাঝে বিতরণ না করায় ওষুধগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে। এতে সরকারি সম্পদের ক্ষতি হয়েছে; একই সঙ্গে সরকারি সেবা থেকে বঞ্চিত হয়েছে হাজারো রোগী।
১ ঘণ্টা আগেঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) আওতায় ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’ বাস্তবায়ন শুরু হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় পাইলট প্রকল্পটি রোববার (২০ এপ্রিল ২০২৫) থেকে শুরু হয়ে ৮ মে পর্যন্ত চলবে।
২ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী আলাল উদ্দিন হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শামীম হোসেন (২৮) ও মো. ইয়াসিন আরাফাত ওরফে মুরগি ইয়াসিন (২১)।
২ ঘণ্টা আগে