Ajker Patrika

ফেনীতে গাঁজাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ১৮: ৩১
ফেনীতে গাঁজাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

ফেনীতে ১৭ কেজি গাঁজাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‍্যাব। গতকাল বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল থেকে তাঁকে আটক করা হয়। 

আটক যুবকের নাম মো. শাকের (৩২)। তিনি কক্সবাজারের টেকনাফ থানার মোছনী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। 

র‍্যাব সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল রাস্তার ওপর কয়েক ব্যক্তি দুই বস্তা গাঁজা নিয়ে গাড়িতে ওঠার জন্য অবস্থান করছিলেন। এ সময় র‍্যাবের একটি দল সেখানে যাওয়া মাত্রই তাঁরা কৌশলে পালানোর চেষ্টা করেন। তখনই গাঁজাসহ ওই যুবককে আটক করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক জানান, দীর্ঘদিন ধরে তাঁরা ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে চট্টগ্রাম, কক্সবাজারসহ পার্শ্ববর্তী জেলায় বিক্রি করছিল। 

র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আটক ব্যক্তিকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত