Ajker Patrika

হাজীগঞ্জে গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১২: ২০
হাজীগঞ্জে গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় গলায় ফাঁস দিয়ে শিল্পী বেগম (৪০) নামের এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে হাজীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড মকিমাবাদ এলাকার নিমাই চন্দ্র শীলের ভবনে এ ঘটনা ঘটে। 

তিনি উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়ন রামচন্দ্রপুর হাজীবাড়ির সৌদি আরব প্রবাসী আব্দুল মান্নানের স্ত্রী। 

নিহতের ছেলে রেজাউল করিম শিহাব জানান, দীর্ঘদিন ধরে তাঁর মা মানসিক রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভাড়া বাসার দরজা ভেঙে তার মাকে ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারা দুই ভাই, দুই বোন। বাবা ও বড় ভাই সৌদি আরবে কর্মরত বলে জানান শিহাব। 

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদনের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত